Malaika Arora Father Death: দাম্পত্যে চিড়, তারপরই ডিভোর্স, একাকীত্ব থেকেই কি আত্মহত্যা? কে ছিলেন অনিল মেহতা? মালাইকার বাবার গোপন তথ্য জানলে আঁতকে উঠবেন...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Malaika Arora Father Death: বাবাকে হারিয়ে পিতৃহারা হলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা৷ বুধবার সকালেই ঘটে গেল বিরাট অঘটন৷ কে ছিলেন অভিনেত্রীর বাবা অনিল মেহতা?
advertisement
1/10

বলিউডে বিরাট দুঃসংবাদ৷ বাবাকে হারিয়ে পিতৃহারা হলেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা৷ বুধবার সকালেই ঘটে গেল বিরাট অঘটন৷
advertisement
2/10
আয়েশা ম্যানরের সাততলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল মেহতা। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন তাঁর কারণ স্পষ্ট নয়৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
3/10
মালাইকার বাবার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তবে জানা যাচ্ছে যে, নিজেকে শেষ করে দেওয়ার আগে দুই মেয়ে মালাইকা এবং অমৃতার সঙ্গে কথা বলেছিলেন অনিল। এবং বেশ কিছু যন্ত্রণাদায়ক কথা বলেছিলেন তিনি।
advertisement
4/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মালাইকা অরোরার বাবা অনিল অরোরা গত বছর থেকেই অসুস্থ ছিলেন। গত বছরও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আচমকা কী এমন ঘটল যে ৬২ বছর বয়সে এই চরম সিদ্ধান্ত নিতে হল তাকে? এই প্রশ্নের উত্তরটাই খুঁজে বেড়াচ্ছেন অভিনেত্রীর পরিবার৷
advertisement
5/10
কে ছিলেন অভিনেত্রীর বাবা অনিল মেহতা? অনিল মেহতা ছিলেন পঞ্জাবের ফিরোজপুর জেলার ফাজিলকা শহরের বাসিন্দা। তিনি ভারতীয় মার্চেন্ট নেভিতে চাকরি করতেন।
advertisement
6/10
একটি সনাতন পঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে অনিল মেহতা খ্রিস্টান ধর্মের জয়েস পলিকার্পকে বিয়ে করেছিলেন। জয়েস পলিকার্প একজন মালয়ালি খ্রিস্টান। তবে পরবর্তী সময়ে অনিল মেহতা ও জয়েস পলিকার্পের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, এবং তাঁদের দাম্পত্য জীবন মোটেই সুখের হয়নি।
advertisement
7/10
যদিও অনিল মেহতা ভারতীয় মার্চেন্ট নেভিতে কাজ করেছিলেন, তবে তাঁর দুই মেয়েই গ্ল্যামার জগতে নিজেদের প্রতিষ্ঠিত সিদ্ধান্ত নিয়েছিলেন। অনিলের বড় মেয়ে মালাইকা এমটিভি-তে ভিজে হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং তারপরে মডেলিং শুরু করেন। এবং মডেলিং জগতে মালাইকা প্রতিষ্ঠিত হন। এবং বর্তমানে বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের মধ্যে তিনি একজন৷
advertisement
8/10
তবে অনিল মেহতার ছোট মেয়েও বলিউডে কেরিয়ার শুরু করেন৷ কিন্তু মালাইকার মতো জনপ্রিয়তা পাননি৷ একাধিক চলচ্চিত্র ফ্লপ হওয়ার পর অমৃতা অরোরা বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেন। ২০০৯ সালে শাকিলকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন অমৃতা।
advertisement
9/10
মাত্র ৬২ বছর বয়সে আচমকা এভাবে বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন দুই বোন৷ গভীর দুঃখের সঙ্গে অভিনেত্রী একটি পোস্ট করে নিজের বাবার নাম জানিয়েছেন। আজ তক-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আত্মহত্যা করার আগেই সকালের দিকে অনিল নিজের দুই কন্যা মালাইকা এবং অমৃতার সঙ্গে কথা বলেছিলেন।
advertisement
10/10
অনিল বলেছিলেন যে, নিজের অসুস্থতার জন্য বেশ চিন্তায় রয়েছেন। কথোপকথনে তিনি বলেন, 'আমি অসুস্থ, আমি ক্লান্ত…।' এর পাশাপাশি বলা হচ্ছে, ধূমপান করতে ব্যালকনিতে গিয়েছিলেন অনিল। এরপর নিজের জীবন শেষ করার জন্য সাততলা থেকে ঝাঁপ দিয়েছিলেন অনিল মেহতা ।