TRENDING:

লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী কে? মমতা কুলকার্নির সঙ্গে তাঁকেও কেন কিন্নর আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হল? বিগ বস-এও এসেছিলেন তিনি, মনে আছে কি?

Last Updated:
Who is Laxmi Narayan Tripathi: বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। আসলে প্রাক্তন অভিনেত্রীকে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে বসিয়ে দেওয়ায় তাঁর বিরুদ্ধে সেখানকার সাধু-সন্ন্যাসীদের মধ্যে যেন এক ক্ষোভের আগুন জ্বলে গিয়েছে। আর এই ক্ষোভের আগুনের মাঝেই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকে।
advertisement
1/6
লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী কে? মমতার সঙ্গে তাঁকেও কেন কিন্নর আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হল?
বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। আসলে প্রাক্তন অভিনেত্রীকে কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদে বসিয়ে দেওয়ায় তাঁর বিরুদ্ধে সেখানকার সাধু-সন্ন্যাসীদের মধ্যে যেন এক ক্ষোভের আগুন জ্বলে গিয়েছে। আর এই ক্ষোভের আগুনের মাঝেই কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকে। আসলে এর একাধিক কারণও রয়েছে।
advertisement
2/6
যার মধ্যে রয়েছে মমতার ফিল্মি ব্যাকগ্রাউন্ড, অন্ধকার দুনিয়ার সঙ্গে যোগ এবং আখড়ার নিয়ম মেনে না চলা। এই সমস্ত কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের পাশাপাশি আখড়া থেকে বার করে দেওয়া হয়েছে ড. লক্ষী নারায়ণ ত্রিপাঠীকে। প্রসঙ্গত এই লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীই মমতাকে মহামণ্ডলেশ্বরের পদে বসিয়ে দিয়েছিলেন।
advertisement
3/6
এক সময় ফিল্মি জগতের ব্যক্তিত্ব নামীদামি মমতা কুলকার্নি। ভক্তদের বহু ছবিই উপহার দিয়েছেন। তবে মমতার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগও রয়েছে বলে খবর। এদিকে অভিযোগ, নিজের মাথা না কামিয়েই সন্ন্যাসী হয়েছেন তিনি। আর বৈজয়ন্তী জপমালার পরিবর্তে মমতা রুদ্রাক্ষের জপমালা ধারণ করেছেন। আর আখড়ার সমস্ত সদস্যরা এই সমস্ত বিষয় মেনে নেননি। এর জেরেই তাঁকে তাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাঁর সঙ্গে সঙ্গে কিন্নড় আখড়া থেকে বার করে দেওয়া হয়েছে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও।
advertisement
4/6
বলে রাখা ভাল যে, বিগ বস-এ উপস্থিত হয়েছিলেন লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। ১৯৭৮ সালের ১৩ ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের থানের মারুতি বাঈ হাসপাতালে জন্মেছেন তিনি। ব্রাক্ষ্মণ পরিবারের সদস্য তিনি। ছোটবেলা থেকেই নাচের প্রশিক্ষণ গ্রহণ করেছেন লক্ষ্মী। এরপর ভরতনাট্যমে স্নাতক পাশ করেছেন তিনি।
advertisement
5/6
এখানেই শেষ নয়, সলমন খানের টিভি শো বিগ বস-এর পঞ্চম সিজনের প্রতিযোগী ছিলেন লক্ষ্মী। এর পাশাপাশি সচ কা সামনা, দশ কা দম, রাজ পিছলে জনম কা-র মতো টিভি শোয়ে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া-র দ্বিতীয় সিজনেও দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া মডেলিংয়ের দুনিয়াতেও বেশ জনপ্রিয় লক্ষ্মী।
advertisement
6/6
এক সাক্ষাৎকারে লক্ষ্মী জানিয়েছিলেন যে, কাবাডি, খো-খো খেলতে ভালবাসেন তিনি। আর ভারতীয় দলের ক্রিকেট ম্যাচও দেখতে পছন্দ করেন। ২০১৫-১৬ সালের উজ্জয়িনী কুম্ভে মহামণ্ডলেশ্বর হয়েছিলেন আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। এর পাশাপাশি সমাজকর্মীও তিনি। রূপান্তরকামী সম্প্রদায়কে সমানাধিকার দেওয়ার জন্য কাজও করেন তিনি। তাঁর বই মী হিজড়া, মি লক্ষ্মী বইটি চর্চার বিষয় হয়ে উঠেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী কে? মমতা কুলকার্নির সঙ্গে তাঁকেও কেন কিন্নর আখড়া থেকে তাড়িয়ে দেওয়া হল? বিগ বস-এও এসেছিলেন তিনি, মনে আছে কি?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল