TRENDING:

Who is John Abraham Wife: বিপাশাকে 'ঠকিয়ে' কাকে বিয়ে করেছিলেন জন আব্রাহাম? একসঙ্গে দেখা গেল তাঁদের

Last Updated:
কেন ভেঙেছিল বিপাশা-জনের প্রেম?
advertisement
1/11
বিপাশাকে 'ঠকিয়ে' কাকে বিয়ে করেছিলেন জন আব্রাহাম? একসঙ্গে দেখা গেল তাঁদের
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহে দেখা মিলল জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়াকে৷ পাশ্চাত্য পোশাক প্যান্ট ও টপের সঙ্গে বেশ মানিয়ে কানে পরেছিলেন ঝুমকা, যা দেখে সকলের নজর কাড়েন প্রিয়া৷ তবে কে এই প্রিয়া? অভিনেতার স্ত্রী কিন্তু বলিউডের সঙ্গে যুক্ত নন৷
advertisement
2/11
এর আগে জনের সঙ্গে নাম জড়িয়েছে মডল-অভিনেত্রী বিপাশার৷ তবে বলিউডের গুঞ্জন যে বিপাশার সঙ্গে প্রেম চলাকালীনই প্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা জন৷
advertisement
3/11
জন-বিপাশার প্রেম নিয়ে একসময় উত্তাল ছিল বলিউড৷ জিসম ছবির সেটে তাঁদের আলাপ৷ সেখান থেকেই শুরু তাঁদের প্রেম৷ ঠিক ছবির মতোই বাস্তবেও তাঁদের রসায়ন ছিল খুবই মাখোমাখো৷ তবে বিপাশাকে ঠকানোর অভিযোগ ছিল জনের বিরুদ্ধে৷
advertisement
4/11
আপাতত দু’জনেই নিজ নিজ জীবনে থিতু হয়েছেন৷ পেয়েছেন মনের মানুষ, সংসারও পেতেছেন৷
advertisement
5/11
বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা জন আব্রাহাম৷ মূলত অ্যাকশন হিরো হিসেবেই তাঁকে চেনেন সকলে৷ তিনি ছবির প্রযোজনার কাজেও হাত পাকিয়েছেন৷
advertisement
6/11
অন্যদিকে বিপাশা বসু এখন অনেকটাই ঘরে মন দিয়েছেন৷ সন্তানকে নিয়ে তাঁর দিন কাটছে৷ অনেকদিন তিনি বলিউড ও অভিনয় জগৎ থেকে দূরে৷ তাঁর মেয়ের নাম দেবী৷ অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা৷ খুব জাঁক জমক করে হয় তাঁদের বিয়ে৷
advertisement
7/11
কেন ভেঙেছিল বিপাশা-জনের প্রেম? শোনা গিয়েছিল যে একই জিমে শরীরচর্চা করতে যেতেন জন-বিপাশা৷ সেখানেই আসতেন প্রিয়া৷ সেই জিম থেকে যোগযাগ এবং প্রেমের সূত্রপাত৷
advertisement
8/11
বিপাশার সঙ্গে লিভ-ইন সম্পর্কের থাকাকালীনই প্রিয়ার সঙ্গে প্রেম শুরু করেন জন! বিপাশার সন্দেহ হওয়ায় শুরু হয় অশান্তি৷ এবং তারপর বিপাশা-জনের প্রেম ভাঙে৷
advertisement
9/11
এরপর প্রিয়া রুনচলের সঙ্গে বিয়ে করেন জন৷ ২০১৪-তে মার্কিন মুলুকে বিয়ে সারেন তাঁরা৷ খুবই গোপনীয়তার বিয়ে হয় তাঁদের৷
advertisement
10/11
কী করেন প্রিয়া? জানা গিয়েছে প্রিয়া একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার৷ লন্ডনের বিজনেস স্কুল থেকে তিনি পড়াশুনা করেছেন এবং প্রথম জীবনে কাজের জন্য লসএঞ্জলেস-এ থাকতেন প্রিয়া৷
advertisement
11/11
জামনগরে প্রিয়া ও জনকে দেখে ফের একবার উঠে এল তাঁদের সম্পর্ক ও বিয়ের গল্প৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Who is John Abraham Wife: বিপাশাকে 'ঠকিয়ে' কাকে বিয়ে করেছিলেন জন আব্রাহাম? একসঙ্গে দেখা গেল তাঁদের
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল