TRENDING:

Arvind Swamy : ভয়ানক দুর্ঘটনায় পা প্যারালাইজড! ৩০০০ কোটির মালিক ‘রোজা’র অরবিন্দ কেন হারিয়ে গেলেন অকালে

Last Updated:
Arvind Swamy : ৩০-এর কোঠায় পা দেওয়ার আগেই অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করলেন। কেবল তা-ই নয়, ব্যবসার সাফল্য তাঁকে শিখরে পৌঁছে দিল। ৩০০০ কোটি টাকার বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তুললেন। তার পর দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাঁর কামব্যাকও দেখল।
advertisement
1/10
ভয়ানক দুর্ঘটনায় পা অকেজো! ৩০০০ কোটির মালিক রোজা-র অরবিন্দ কেন হারিয়ে গেলেন অকালে
‘তুহি রে’ গান শুনে আজও গলা ভারী হয়ে আসে। সেই গানের দৃশ্যে অরবিন্দ স্বামীর মত্ত প্রেমিকের চেহারা ভোলা যায় নাকি? সেই অরবিন্দ কোথায় হারিয়ে গেলেন, জানেন কি? শুনলে চমকে যাবেন।
advertisement
2/10
২০ বছর বয়সে অভিনয়ের কেরিয়ার শুরু। তাও আবার মণিরত্নমের মতো কিংবদন্তি পরিচালকের ছবি দিয়ে। রজনীকান্ত, মামুট্টির মতো তাবড় তারকাদের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন অরবিন্দ।
advertisement
3/10
১৯৯১ সালে ২০ বছর বয়সে মণিরত্নমের সুপারহিট ‘থালাপতি’, ১৯৯২-এ ‘রোজা’ এবং ১৯৯৫-এ ‘বম্বে’, ১৯৯৭ সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘মিনসারা কানাভু’। কেরিয়ারের শুরু যদি এমন হয়, তিনি তো সাফল্যের চূড়ায় পৌঁছবেনই। কিন্তু তা হল না।
advertisement
4/10
৩০-এর কোঠায় পা দেওয়ার আগেই অভিনয় ছেড়ে ব্যবসা শুরু করলেন। কেবল তা-ই নয়, ব্যবসার সাফল্য তাঁকে শিখরে পৌঁছে দিল। ৩০০০ কোটি টাকার বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে তুললেন। তার পর দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তাঁর কামব্যাকও দেখল।
advertisement
5/10
তবে এ সবের মাঝে ঝড় বয়ে গিয়েছিল তাঁর জীবনে। বৈবাহিক জীবনে ছেদ, দুর্ঘটনা, ইত্যাদি তাঁকে ছিন্নভিন্ন করে ফেললেও ধরাশায়ী করতে পারেনি। তিনি ঠিক উঠে দাঁড়িয়েছেন রাজার মতোই।
advertisement
6/10
৯০ দশকের শেষের দিকে অরবিন্দের একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়ে। কিছু আবার পোস্ট প্রোডাকশনের পরে গিয়ে আটকে যায়। মুক্তি পায় না। হতাশার স্বীকার হয়ে ২০০০ সালের পর সিদ্ধান্ত নেন, অভিনয় করা ছেড়ে দেবেন।
advertisement
7/10
আমেরিকায় গিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়াশোনা করেন অরবিন্দ। তার পর বাবার ব্যবসা সামলাতে মাঠে নামেন অরবিন্দ। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ ২০০৫ সালে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়েন নায়ক।
advertisement
8/10
সেই দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে আঘাত লাগে। পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে পায়ের একাংশ। শয্যাশায়ী ছিলেন অনেকদিন। পুরোপুরি সেরে উঠতে ৪-৫ বছর লেগে যায়। শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অরবিন্দ।
advertisement
9/10
দুর্ঘটনার ঠিক আগেই সংস্থা খুলেছিলেন। যার লাভের পরিমাণ প্রায় ৩৩০০ কোটি। সেরে ওঠার পর চোট সারিয়ে এরপর মণিরত্নমের হাত ধরেই ফের ইন্ডাস্ট্রিতে পা রাখেন৷ ২০১৩ সালে অভিনয় করেন ‘কাদাল’-এ৷
advertisement
10/10
তবে সেকেন্ড ইনিংসে খুবই বেছে বেছে ছবি করা শুরু করেন অরবিন্দ। ২০২১ সালে কঙ্গনা রানাউতের ‘থালাইভি’-তে দেখা গিয়েছিল অভিনেতাকে। এছাড়া সে বছরই নেটফ্লিক্সের অ্যান্থোলজি ‘নবরস’-এ একটি ছবির নির্দেশনা দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arvind Swamy : ভয়ানক দুর্ঘটনায় পা প্যারালাইজড! ৩০০০ কোটির মালিক ‘রোজা’র অরবিন্দ কেন হারিয়ে গেলেন অকালে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল