Rani Mukerji-Yash Chopra: প্রস্তাব নাকচের শাস্তি! রানির মা-বাবাকে বন্দি করে রেখেছিলেন যশ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rani Mukerji-Yash Chopra: যশ চেয়েছিলেন, 'সাথিয়া' ছবিতে অভিনয় করুন রানি। কিন্তু সেই যশের সেই প্রস্তাবকে নাকচ করে দেন বঙ্গতনয়া।
advertisement
1/5

যশ চোপড়ার ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। আর সেই 'শাস্তি' নাকি পেতে হয়েছিল অভিনেত্রীর মা-বাবাকে!
advertisement
2/5
সে বহু বছর আগের কথা। যশ চেয়েছিলেন, 'সাথিয়া' ছবিতে অভিনয় করুন রানি। কিন্তু সেই যশের সেই প্রস্তাবকে নাকচ করে দেন বঙ্গতনয়া। বর্ষীয়ান প্রযোজক-পরিচালককে সেই বার্তা পৌঁছে দিতে তাঁর অফিসে গিয়েছিলেন রানির বাবা রাম মুখোপাধ্যায় এবং মা কৃষ্ণা মুখোপাধ্যায়।
advertisement
3/5
রানি 'সাথিয়া'-তে অভিনয়ের জন্য হ্যাঁ বলা পর্যন্ত নাকি তাঁর মা-বাবাকে নিজের ঘরে আটকে রেখেছিলেন যশ। মূলত নায়িকাকে ফের কাজে ফেরানোর জন্যই এমন করেন তিনি।
advertisement
4/5
'মুঝসে দোস্তি করোগে' ব্যর্থতার পর নাকি আট মাস কোনও কাজেই সাড়া দেননি রানি। সব প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছিলেন তিনি। ঠিক সে ভাবেই 'সাথিয়া'-তেও কাজ না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
advertisement
5/5
যশ রানিকে তাঁর ভুল ধরিয়ে দেন। ফোন করে অভিনেত্রীকে বলেন, রানি রাজি না হওয়া পর্যন্ত তাঁর মা-বাবাকে যেতে দেবেন না তিনি। মূলত অভিনেত্রীর কেরিয়ারের জন্যই এমনটা করেছিলেন পরিচালক। পরবর্তীতে রানি 'সাথিয়া'তে অভিনয় করেন এবং বক্স অফিসে হািট করে ছবিটি।