TRENDING:

Kabir Bedi-Pooja Bedi : নিজের থেকে ছোট সৎ মাকে ‘ডাইনি’ অপবাদ! বাবার চতুর্থ বিয়েতে ফোঁস নায়িকা পূজার

Last Updated:
Kabir Bedi-Pooja Bedi : কবীর বেদির চতুর্থ বিয়ে নিয়ে তাঁর পরিবার কতটা অসুখী হয়েছিলেন তা সবারই জানা। বাবা-মেয়ের এই পারস্পরিক কলহ সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
advertisement
1/11
নিজের থেকে ছোট সৎ মাকে ‘ডাইনি’ অপবাদ! বাবার চতুর্থ বিয়েতে ফোঁস নায়িকা পূজার
প্রবীণ বলিউড অভিনেতা কবির বেদি শুধু অভিনয়ের জন্য নয়, তাঁর ব্যক্তিগত জীবনের কারণেও সংবাদের শিরোনামে থাকেন। ইতিমধ্যেই এই প্রবীণ অভিনেতা ৪ বার বিয়ের মণ্ডপে পাড়ি দিয়েছেন।
advertisement
2/11
এছাড়াও বিবাহ বহির্ভূত সম্পর্কেও বহুবার নাম জড়িয়েছে এই অভিনেতার। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববির সঙ্গেও তিনি সম্পর্কে ছিলেন।
advertisement
3/11
সেই সময় কবির এবং পারভিনের সম্পর্ক প্রায়ই খবরের শিরোনামে উঠে আসত। প্রতিদিনই এই জুটিকে নিয়ে কোনও না কোনও খবর পাওয়া যেত।
advertisement
4/11
কবির বেদি তাঁর ‘স্টোরিজ আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’ বইয়ে উল্লেখ করেছেন যে তিনি তাঁর প্রথম স্ত্রী প্রতিমা বেদির সঙ্গে ‘ওপেন ম্যারেজ’ সম্পর্কে ছিলেন।
advertisement
5/11
অভিনেতার ওই আত্মজীবনী অনুসারে তাঁর এবং পারভিন বাবির সম্পর্ক নিয়ে তাঁর স্ত্রী প্রতিমা বেদির কোনও সমস্যা ছিল না।
advertisement
6/11
অভিনেতার প্রথম স্ত্রীর তাঁর সম্পর্কের বিষয়ে কোনও অভিযোগ না থাকলেও, তাঁর মেয়ে পূজা বেদি প্রায়ই তাঁর বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সমস্যায় পড়েছেন।
advertisement
7/11
কবীর বেদির চতুর্থ বিয়ে নিয়ে তাঁর পরিবার কতটা অসুখী হয়েছিলেন তা সবারই জানা। বাবা-মেয়ের এই পারস্পরিক কলহ সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
advertisement
8/11
অনেকেই হয়তো জানেন না যে কবির বেদি ২০১৬ সালে চতুর্থবার বিয়ে করেছেন পারভিন দুসাঞ্জের সঙ্গে। দু’জনের মধ্যে বয়সের ব্যবধান ৩০ বছরের।
advertisement
9/11
পারভিন আসলে মেয়ে পূজার থেকে ৫ বছরের ছোট। গাঁটছড়া বাঁধার আগে এই দম্পতি দীর্ঘদিন প্রেম করছেন। তারপরে ২০১৬ সালে যখন কবির এবং পারভিন বিয়ের সিদ্ধান্ত নেন, তখন পূজা কিছুতেই মেনে নিতে পারেননি।
advertisement
10/11
ট্যুইটারের সাহায্য নিয়ে পূজা বেদি তাঁর বাবার চতুর্থ স্ত্রী এবং তাঁর সৎ মা সম্পর্কে অনেক ভালমন্দ কথাই শেয়ার করেছেন।
advertisement
11/11
তিনি তাঁর ট্যুইটে পারভিনের উদ্দেশ্যে ‘ডাইনি’র মতো আপত্তিকর শব্দও ব্যবহার করেছেন। যদিও পরে ‘জো জিতা ওহি সিকন্দর’ ছবির অভিনেত্রী তাঁর ট্যুইটটি ডিলিট করে দেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kabir Bedi-Pooja Bedi : নিজের থেকে ছোট সৎ মাকে ‘ডাইনি’ অপবাদ! বাবার চতুর্থ বিয়েতে ফোঁস নায়িকা পূজার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল