TRENDING:

লোভে পড়ে 'বিপথে' পা? প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে যা ঘটল...কেউ কল্পনাও করতে পারবে না!

Last Updated:
Dehradun News: আরুশি নিশাঙ্ক-এর সঙ্গে মুম্বইয়ের দুই চলচ্চিত্র প্রযোজক মানসি ও বরুণ বাগল এ কী করল! বিশ্রী রকমের সমস্যায় পড়েছেন আরুশি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে তিনি।
advertisement
1/8
লোভে পড়ে 'বিপথে' পা? প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে যা ঘটল...কেউ ভাবতেই পারবেন না!
দেহরাদূন: উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-এর মেয়ে, অভিনেত্রী ও প্রযোজক আরুশি নিশাঙ্ক-এর সঙ্গে কোটি টাকার প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে।
advertisement
2/8
অভিযোগ, মুম্বাইয়ের দুই চলচ্চিত্র প্রযোজক মানসি বরুণ বাগলা ও বরুণ প্রমোদ কুমার বাগলা তাঁকে একটি ছবির প্রধান চরিত্র ও বিনিয়োগের নামে চার কোটি টাকা প্রতারণা করেছে।
advertisement
3/8
মানসি বরুণ বাগলা ও বরুণ প্রমোদ কুমার বাগলা "আঁখোঁ কি গুস্তাখিয়াঁ" নামে একটি সিনেমা বানানোর কথা বলেন, যেখানে শনায়া কাপুর ও বিক্রান্ত ম্যাসি মুখ্য ভূমিকায় থাকবেন। তারা আরুশিকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব দেন, তবে শর্ত রাখেন যে, তাঁকে ৫ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
advertisement
4/8
প্রলোভনে পড়ে আরুশি চার কোটি টাকা বিভিন্ন কিস্তিতে প্রদান করেন। প্রতারকরা আশ্বাস দেন, সিনেমা মুক্তির পর তিনি ২০% লাভ পাবেন এবং যদি চিত্রনাট্য পছন্দ না হয়, তবে ১৫% সুদসহ টাকা ফেরত দেওয়া হবে। আরও বলা হয়, শ্যুটিংয়ের পর তাঁর বিনিয়োগের তিনগুণ টাকা ফেরত দেওয়া হবে।
advertisement
5/8
এই অফার আকর্ষণীয় মনে হওয়ায় আরুশি ৯ অক্টোবর ২০২৪-এ হিমশ্রী ফিল্মস ও মিনি ফিল্মসের মধ্যে একটি MOU (মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষর করেন। এরপর, ১০ অক্টোবর প্রথম কিস্তিতে দুই কোটি টাকা দেন। তারপর, বিভিন্ন অজুহাতে এবং চাপে ফেলে ১৯ নভেম্বর আরও এক কোটি, ২৭ অক্টোবর ২৫ লাখ এবং ৩০ অক্টোবর ৭৫ লাখ টাকা নেয় প্রতারকরা।
advertisement
6/8
টাকা ফেরত চাইলে হুমকি! কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ছবির কাজ এগোয়নি। টাকা ফেরত চাইলে অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকার করে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ও প্রাণনাশের হুমকি দেয়।
advertisement
7/8
অবশেষে, আরুশি পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে, দেহরাদূন পুলিশ প্রতারকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। SSP অজয় সিংহ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
8/8
কে এই আরুশি নিশাঙ্ক? আরুশি নিশাঙ্ক একজন অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশবিদ। সম্প্রতি তিনি "তারিণী" ছবিতে অভিনয় করেছেন এবং স্পর্শ গঙ্গা অভিযানের সহ-প্রতিষ্ঠাতা। এই প্রতারণার ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
লোভে পড়ে 'বিপথে' পা? প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে যা ঘটল...কেউ কল্পনাও করতে পারবে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল