TRENDING:

Anushka Sharma-Sakshi Dhoni: বিরাট বা ধোনির কারণে নয়! বহু আগে থেকেই জড়িয়ে আছে সাক্ষী-অনুষ্কার অতীত, কী ভাবে

Last Updated:
Anushka Sharma-Sakshi Dhoni: ক্রিকেটার স্বামীদের সুবাদে কিন্তু তাঁদের পরিচয় নয়। নিছক ম্যাচ দেখতে গিয়ে বা কোনও ক্রিকেটিয় পার্টিতেও নয়!
advertisement
1/6
বিরাট বা ধোনির কারণে নয়! বহু আগে থেকেই জড়িয়ে আছে সাক্ষী-অনুষ্কার অতীত, কী ভাবে
অনুষ্কা শর্মা এবং সাক্ষী ধোনি, দু'জনের মধ্যে মিল কোথায়? মিল বলতে প্রথমেই যা আসে মনে আসে তা হল, তাঁদের দু'জনের স্বামীই দেশের সফল ক্রিকেটার।
advertisement
2/6
অনুষ্কা এবং সাক্ষী, দু'জনেই দুই ফুটফুটে কন্যাসন্তানের মা। পরিবারের যাবতীয় দায়দায়িত্ব পালন করে তাঁরা পেশাগত ক্ষেত্রেও সফল।
advertisement
3/6
তবে জানেন কি, ক্রিকেটার স্বামীদের সুবাদে কিন্তু তাঁদের পরিচয় নয়। নিছক ম্যাচ দেখতে গিয়ে বা কোনও ক্রিকেটিয় পার্টিতেও নয়!
advertisement
4/6
বিরাট এবং ধোনির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দুই ক্রিকেটারের মতো অনষ্কা এবং সাক্ষীও কিন্তু বহু দিনের বন্ধু।
advertisement
5/6
এক সময়ে স্বাক্ষী এবং অনুষ্কা সহপাঠী ছিলেন। ১৯৯৪ সালে অনুষ্কার বাবা কর্মসূত্রে আসামে ট্রান্সফার হন। সেখানে যে স্কুলে অনুষ্কা ভর্তি হয়েছিলেন, সেখানকারই ছাত্রী ছিলেন সাক্ষী।
advertisement
6/6
একসঙ্গে পড়াশোনা করতে গিয়েই বন্ধুত্ব হয় দু'জনের। স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও সেই সখ্য অটুট থাকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anushka Sharma-Sakshi Dhoni: বিরাট বা ধোনির কারণে নয়! বহু আগে থেকেই জড়িয়ে আছে সাক্ষী-অনুষ্কার অতীত, কী ভাবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল