TRENDING:

Tamannaah-Vijay: আইকন তমান্নাই একদম 'পারফেক্ট', অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন বিজয়, তোলপাড় নেটপাড়া

Last Updated:
Tamannaah-Vijay: বিজয় 'লাস্ট স্টোরিজ ২' নিয়ে জানিয়েছেন, 'আমি অনুভব করেছিলাম, তমান্নাই এর জন্য উপযুক্ত৷ তবে স্ক্রিপ্ট পড়ে তমান্না ইচ্ছুক ছিল চরিত্রটি করতে৷
advertisement
1/5
তমান্নাই একদম 'পারফেক্ট', অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন বিজয়, তোলপাড় নেটপাড়া
তমান্না ও বিজয় দুজনেই তাদের সম্পর্ককে স্পটলাইট থেকে দূরে রাখলেও চলতি বছর জানুয়ারি মাসেই প্রথম ডেটিংয়ের গুজব ছড়িয়ে পড়েছিল৷ ভাইরাল হওয়া ভিডিওতে একে অপরকে চুম্বন করার পরই তাদের নিয়ে চর্চা শুরু হয়েছিল৷ অবশেষে তা স্বীকার করে নিয়েছেন তারা৷ দক্ষিণী অভিনেত্রী তমান্না ভাটিয়া এবং বিজয়কে নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা৷
advertisement
2/5
সদ্যই ডেটিংয়ের কথা স্বীকার করেছেন তারকা জুটি৷ তারপর থেকেই যেন তাঁদের নিয়ে চর্চার শেষ নেই৷ বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত 'লাস্ট স্টোরিজ ২'-এর ট্রেলার দেখার পর থেকেই উত্তেজনা আরও বেড়ে গেছে ভক্তদের৷ প্রেমিক তথা বলিউড অভিনেতা বিজয় বর্মার সঙ্গেই প্রথমবার অন্তরঙ্গ দৃশ্যে ঝড় তুলেছেন তমান্না৷ ৷
advertisement
3/5
বিজয় 'লাস্ট স্টোরিজ ২' নিয়ে জানিয়েছেন, 'আমি অনুভব করেছিলাম, তমান্নাই এর জন্য উপযুক্ত৷ তবে স্ক্রিপ্ট পড়ে তমান্না ইচ্ছুক ছিল চরিত্রটি করতে৷ অবশেষে দু'জনে একসঙ্গে কাজটি করতে পেরে আরও অনেক বেশি উত্তেজিত ছিলাম৷ সুজয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারার ইচ্ছাটাও পূরণ হল'৷
advertisement
4/5
বিজয় আরও জানিয়েছেন, 'আমি তমান্নার বেশ কিছু কাজ দেখেছি, তিনি একজন আইকন৷ তার একাধিক কাজ দেখেই মনে হয়েছিল তার কাছে দেওয়ার মতো এমন অনেক কিছুই আছে৷' ইতিমধ্যেই দক্ষিণের গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন তমান্না৷ অভিনেত্রীর অভিনয়ও ভীষণ প্রশংসিত হয়েছে৷
advertisement
5/5
সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানিয়েছেন,'লাস্ট স্টোরিজ ২'-এর জন্যই প্রথমবার নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন৷ এত বছরে কর্মজীবনে কখনও কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি৷ তমান্না আরও জানিয়েছেন, 'আমি সবসময় সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি৷ আমি নিজে ভীষণ কৃতজ্ঞ সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছে নিয়েছে'৷ আগামী ২৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'লাস্ট স্টোরিজ ২' ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tamannaah-Vijay: আইকন তমান্নাই একদম 'পারফেক্ট', অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন বিজয়, তোলপাড় নেটপাড়া
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল