Vidyut Jammwal Nude Photos: নগ্ন শরীর! গায়ে সুতোর লেশমাত্র নেই, জঙ্গলে কী করছেন বিদ্যুৎ? বিবস্ত্র ছবি দেখলে গায়ে কাঁটা দেবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vidyut Jammwal Nude Photos: নিজের সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ জামওয়াল তিনটি পোস্ট করেছেন৷ যেখানে অভিনেতাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা গেছে৷ হিমালয়ের জঙ্গলে নগ্ন হয়ে জলের মাঝখানে দাঁড়িয়ে উন্মুক্ত শরীরে শিহরণ জাগিয়েছেন জামাল৷
advertisement
1/5

বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালকে দেখে গায়ে কাটা দেওয়ার অবস্থা৷ শরীরে সুতোর লেশমাত্র নেই৷ পুরো বিবস্ত্র হয়ে জঙ্গলে কী করছেন অভিনেতা৷ ছবি দেখেই আঁতকে উঠেছেন ভক্তরা৷
advertisement
2/5
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সোলো ট্রিপের ছবি শেয়ার করেছেন বিদ্যুৎ জামওয়াল৷ যা দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ শীতের সকালে বিদ্যুতের এই ছবি দেখে সকলেই যেন আঁতকে উঠেছেন৷ লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷
advertisement
3/5
নিজের সোশ্যাল মিডিয়ায় বিদ্যুৎ জামওয়াল তিনটি পোস্ট করেছেন৷ যেখানে অভিনেতাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখা গেছে৷ হিমালয়ের জঙ্গলে নগ্ন হয়ে জলের মাঝখানে দাঁড়িয়ে উন্মুক্ত শরীরে শিহরণ জাগিয়েছেন জামাল৷ ছবি দেখে ঘুম উড়েছে অনুরাগীদের৷
advertisement
4/5
জামালের পরের ছবিতে দেখা গেছে, বিবস্ত্র শরীরে নদীর জলে পা ডুবিয়ে বসে রয়েছেন অভিনেতা৷ঘন জঙ্গলের মধ্যে বিবস্ত্র শরীরে তাকে দেখে চোখ আটকে গেছে সকলের৷ নিমেষে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
5/5
কখনও আবার নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গেছে৷ ছবি পোস্ট করে অভিনেতা লেখেন- 'ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান৷ এই কাজটা ঠিক ১৪ বছর আগে শুরু করেছিলাম৷ যেটা বুঝে ওঠার আগে এটাই জীবনের অঙ্গ হয়ে উঠল৷ প্রতি বছর ৭-১০ দিন এই জায়গায় একা সময় কাটাতে আসি৷ জঙ্গলে আসলে আমি আমার একাকীত্বকে উপভোগ করি, এবং নিজেকে খুঁজে পাই৷ বলতে গেলে, আমি আমার কমফোর্ট জোনের বাইরেই সব থেকে ভাল থাকি৷'