TRENDING:

Vicky Kaushal & Katrina Kaif Wedding|| রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য় বসছে ভিকি-ক্যাটের বিয়ের আসর, ছবিতে দেখুন রিসোর্ট, জানুন ভাড়া...

Last Updated:
Vicky Kaushal & Katrina Kaif Wedding Venue: ৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সাওয়াই মাধোপুরের (Sawai Madhopur) সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা (Six Senses Fort Barwara) রিসোর্টে বসছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের রাজকীয় বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)।
advertisement
1/10
রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য় বসছে ভিকি-ক্যাটের বিয়ের আসর, দেখুন...
*৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সাওয়াই মাধোপুরের (Sawai Madhopur) সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা (Six Senses Fort Barwara) রিসোর্টে বসছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের রাজকীয় বিয়ের আসর (Katrina Kaif Vicky Kaushal wedding)। যদিও ক্যাটরিনা বা ভিকি, দু-জনের কেউই এখনও বিয়ের কথা নিজে মুখে স্বীকার করেননি। সংগৃহীত ছবি। 
advertisement
2/10
*৭ ডিসেম্বর শুরু হচ্ছে বিয়ের অনুষ্ঠান। হিন্দু মতে হবে বিয়ে।  উপস্থিত থাকবেন পরিবারের সদস্যদের পাশাপাশি অত্যন্ত ঘনিষ্ঠ কিছু আত্মীয় এবং বন্ধুরা। সংগৃহীত ছবি। 
advertisement
3/10
*৭ এবং ৮ যথাক্রমে সঙ্গীত এবং মেহেন্দি। ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছেন প্রায় ২০০ অতিথি। হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। ফলে বর এবং কনে উভয়পক্ষের পরিবারেই প্রস্তুতি চলছে জোড়কদমে। সংগৃহীত ছবি। 
advertisement
4/10
*সাওয়াই মাধোপুরের (Sawai Madhopur) প্রাচীন সিক্স সেন্স ফোর্ট বারওয়ারার পরিচালনা করেন রাজস্থানের একটি অভিজাত পরিবার।  রিসোর্টে রয়েছে ৪৮টি বিলাসবহুল স্যুট, পুরনো প্রাসাদ থেকে যেগুলিকে নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।  সংগৃহীত ছবি। 
advertisement
5/10
*রিসোর্টে রয়েছে তিনটি নামজাদা রেস্তোরাঁ। সেগুলিতে বারতের ভিভিন্ন প্রদেশের খাবার ছাড়াও কন্টিনেন্টাল এবং স্থানীয় জনপ্রিয় সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। ৩০,০০০ বর্গফুটের একটি ফিটনেট এবং ওয়েলসেন সেন্টার (Fitness Centre) এবং স্পা (spa) রয়েছে। রাজকীয় এই রিসোর্টের ভাড়া প্রতিদিন ৭৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা। সংগৃহীত ছবি। 
advertisement
6/10
*এ দিকে, আগামী সপ্তাহেই আইনি বিয়ে সারতে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। জানা গিয়েছে, রাজস্থান উড়ে যাওয়ার আগে মুম্বইতেই আইনি বিয়ে সেরে ফেলবেন বলিউডের জনপ্রিয় এই তারকা দম্পতি। সংগৃহীত ছবি। 
advertisement
7/10
*ক্যাটরিনা ও ভিকির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, দুজনের কাছেই এটা খুব বিশেষ দিন। তাই তাঁরা চান না বিয়ের অনুষ্ঠান (Katrina Kaif Vicky Kaushal wedding) থেকে তাঁদের অজান্তে কোনও ছবি ফাঁস না হয়ে যায়।বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। সংগৃহীত ছবি। 
advertisement
8/10
*গোপনীয়তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। প্রাইভেসি বজায় রাখার জন্য একটি বিশেষ টিমও নিযুক্ত করেছেন ক্যাটরিনা ও ভিকি। একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত ফোন ব্যবহার করার সুযোগ পাবেন অতিথিরা। সংগৃহীত ছবি। 
advertisement
9/10
*বিয়ের (Katrina Kaif Vicky Kaushal wedding) নিমন্ত্রিতদের মধ্যে বলিউড থেকে রয়েছেন করণ জোহর, কবীর খান ও তাঁর স্ত্রী মিনি মাথুর, পরিচালক রোহিত শেট্টি, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, আলি আব্বাস জাফার এবং আরও অনেকে। সংগৃহীত ছবি। 
advertisement
10/10
*বর কনে দুজনেই পরবেন সব্যসাচী মুখোপাধ্য়ায়ের ডিজাইন করা পোশাক। উল্লেখ্য, দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতে আংটি বদল করেছেন ক্যাটরিনা ও ভিকি। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Vicky Kaushal & Katrina Kaif Wedding|| রাজস্থানের 'সিক্স সেন্স ফোর্ট বারওয়ারা'য় বসছে ভিকি-ক্যাটের বিয়ের আসর, ছবিতে দেখুন রিসোর্ট, জানুন ভাড়া...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল