Bollywood Gossip: অমিতাভ নন, অন্য হিরোর সঙ্গে হোটল রুমে রাত কাটাচ্ছিল রেখা! নায়কের স্ত্রী হাতেনাতে ধরতেই ঘটল তুমুল কাণ্ড
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যে অভিনেতার সঙ্গে রেখাকে হোটেল রুমে দেখা গিয়েছিল, তিনি অমিতাভ নন, এমনকী তাঁর বিবাহিত বরও নন৷ তিনি অন্য নায়ক, যাঁর স্ত্রী এসে দু’জনকে ধরে ফেলেন৷ তবে সেই নায়কের জীবনেও কম কেচ্ছা নেই!
advertisement
1/9

অভিনেত্রী রেখাকে ঘিরে চিরকালই নানা গুঞ্জন৷ অমিতাভ ও রেখার প্রেম নিয়ে বলিউডে নানা গল্প৷ কিন্তু শুধু অমিতাভ নন, রেখা রাত কাটিয়েছেন বহু হিরোর সঙ্গেই৷
advertisement
2/9
একাধিক বিয়ে করেছেন তিনি৷ কিন্তু কখনওই সংসার পাততে পারেননি৷ এখনও তিনি একা৷ তবে সিঁদুর পরেন নিয়মিত৷
advertisement
3/9
যে অভিনেতার সঙ্গে রেখাকে হোটেল রুমে দেখা গিয়েছিল, তিনি অমিতাভ নন, এমনকী তাঁর বিবাহিত বরও নন৷ তিনি অন্য নায়ক, যাঁর স্ত্রী এসে দু’জনকে ধরে ফেলেন৷ তবে সেই নায়কের জীবনেও কম কেচ্ছা নেই!
advertisement
4/9
অভিনেতা কমল হাসানের জীবন সিনেমার চেয়েও বেশি টুইস্ট এবং সাসপেন্সে ভরা। একাধিক বিয়ে, প্রেম এবং বিতর্ক যোগ করলেই তার জীবন সম্পূর্ণ হয়। অভিনেত্রী শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান হলেন অভিনেত্রী সারিকার সন্তান। সারিকার আগে, কমল অভিনেত্রী বাণী গণপতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই বিয়ে মোটেও সুখকর ছিল না, বরং তাদের বিচ্ছেদও ঘটে। তবে, জানা গেছে যে বাণী একবার একটি হোটেলের ঘরে কমলকে একজন বিশিষ্ট অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন!
advertisement
5/9
প্রথমে বাণী গণপতি এবং পরে সারিকার সঙ্গে বিয়ে৷ এরপর কমল অভিনেত্রী গৌতমীর সঙ্গে লিভ টুগেদারের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কও পারস্পরিক সম্মতিতে শেষ হয়ে যায়। তবে, এই সবের বাইরে, কমল হাসানের নাম অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও জড়িয়েছে। তাদের মধ্যে একজন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার বান্ধবী হিসেবে পরিচিত। একজন সাংবাদিক এমনকি প্রকাশ করেছেন যে কমল একবার তাঁর সঙ্গে একটি হোটেলের ঘরে ধরা পড়েছিলেন৷
advertisement
6/9
সাংবাদিক এক হোটেল কর্মচারীর মাধ্যমে এই তথ্য পান। '১৯৭৯ সালের শেষের দিকে। আমি চেন্নাইয়ের হোটেল চোলা শেরাটনে কাজ করতাম। হোটেলের রিসেপশনের মেয়েদের কাছ থেকে গল্পটি শুনেছিলাম। বাণী গণপতি, যিনি সেই সময়ে কমল হাসানের স্ত্রী ছিলেন, অভিনেতার ঘরে এসে প্রকাশ্যে তাঁকে তিরস্কার করেছিলেন। অভিনেতা ছাড়াও, সেই ঘরে একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন...'
advertisement
7/9
বাণী গণপতি তাঁর স্বামীকে যে অভিনেত্রীর সঙ্গে খুঁজে পেয়ে তাঁকে তিরস্কার করেন, তিনি হলেন অভিনেত্রী ভানুরেখা। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ভানু রেখা, অর্থাৎ রেখা, অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের কারণে বহু বছর ধরে বিতর্কিত ব্যক্তিত্ব। সেই বিতর্কগুলি আজও তাঁকে পিছু ছাড়েনি। এই কারণে, রেখা এবং বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের মধ্যে সমস্যা বলিউডের কোণায় কোণায় আলোচনার বিষয়।
advertisement
8/9
যশ চোপড়া পরিচালিত 'সিলসিলা' ছবির শুটিং চলাকালীন কমল হাসান এবং রেখা ঘনিষ্ঠ হয়েছিলেন। সেই সময় কমল ছিলেন বাণীর স্বামী। রেখা এবং কমল হাসান একই সঙ্গে তামিল ছবি 'মীন্দুম কোকিলা' তেও অভিনয় করছিলেন। শ্রীদেবী ছিলেন এই ছবির নায়িকা। ১৯৮১ সালের ছবির সেটে রেখা এবং কমলের সম্পর্ক সেটে কেউ খেয়ালও করেনি। হোটেলে ঘটনার পর রেখার কাছে যে সুযোগ এসেছিল তা মালয়ালাম অভিনেত্রী উন্নি মেরির কাছে গিয়েছিল বলেও জানা গেছে।
advertisement
9/9
কমল হাসান এবং বাণী গণপতি ১৯৭৮ সালে বিয়ে করেন। বলা হয় যে কমল সারিকার সঙ্গে আরও বেশি ছবিতে অভিনয় শুরু করেছিলেন, যার ফলে তাদের সম্পর্কে ফাটল দেখা দেয়। বিয়ের আগে, সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন৷