TRENDING:

Bollywood Love Stories: তুঙ্গে ছিল ঘনিষ্ঠতা, ভালবাসার গুঞ্জনে তোলপাড় চারদিক! তবুও ভেঙে খানখান সেই প্রেম

Last Updated:
Bollywood Love Stories: বলিউডের কল্যাণে 'ব্যর্থ প্রেম' পাঠ এত দিনে সকলেরই  পড়া। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক, আপনার প্রিয় তারকাদের 'না-পাওয়া' প্রেমের আখ্যান।
advertisement
1/6
তুঙ্গে ছিল ঘনিষ্ঠতা, ভালবাসার গুঞ্জনে তোলপাড় চারদিক! তবুও ভেঙে খানখান সেই প্রেম
১৪ ফেব্রুয়ারি। প্রেম দিবস। ভালবাসাকে উদযাপনের জন্য তুলে রাখা একটি দিন। বলিউডের কল্যাণে 'ব্যর্থ প্রেম' পাঠ এত দিনে সকলেরই সারা। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক, আপনার প্রিয় তারকাদের 'না-পাওয়া' প্রেমের আখ্যান।
advertisement
2/6
করিনা কাপুর খান-শাহিদ কাপুর একসঙ্গে কাজের সূত্রে প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি তাঁরা। জুটি হিসেবে বক্স অফিসেও সফল। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। 'জব উই মেট'-এ তাঁদের রসায়ন আজও চর্চিত।
advertisement
3/6
রণবীর সিং এবং অনুষ্কা শর্মা অনুষ্কার সঙ্গেই বলিউডে হাতেখড়ি। প্রেমটা শুরু হয়েছিল 'ব্যান্ড বাজা বারাত'। কিন্তু নায়ক-নায়িকার সম্পর্কে ফাটল ধরে অল্প সময়েই। কেন তাঁদের পথ আলাদা হয়েছিল, সেই উত্তর যদিও আজও পাওয়া যায়নি।
advertisement
4/6
সলমন খান-ক্যাটরিনা কইফ প্রেম নিয়ে কখনও ঢাক পেটাননি তাঁরা। তবে শোনা যায়, দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন সলমন খান এবং ক্যাটরিনা কইফ। জুটি হিসেবেও অগুনতি সফল ছবি দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের বিচ্ছেদের কারণ আজও রহস্য।
advertisement
5/6
সলমন খান-ঐশ্বর্যা রাই প্রেম নয়, তাঁদের বিচ্ছেদ নিয়ে বেশি চর্চা। সলমন এবং ঐশ্বর্যের সম্পর্ককে ঘিরে বিতর্কও কিছু কম নয়। অনেকেই মনে করেন, আজও অভিষেক-পত্নীকেই ভালবাসেন সলমন। তাই নাকি তিনি একা রয়ে গিয়েছেন।
advertisement
6/6
রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন শুধু পর্দায় নয়, তার বাইরেও তাঁদের রসায়ন নিয়ে চর্চা ছিল বিস্তর। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর মানসিক অবসাদে ভুগেছিলেন দীপিকা। কিন্তু সেই তিক্ততা ভুলে বন্ধুত্বকে বেছে নেন তাঁরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Love Stories: তুঙ্গে ছিল ঘনিষ্ঠতা, ভালবাসার গুঞ্জনে তোলপাড় চারদিক! তবুও ভেঙে খানখান সেই প্রেম
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল