TRENDING:

Valentine Day 2023: প্রেমে লাল গোলাপের জুড়ি নেই! আজ রোজ ডে- তে চিনে নিন পর্দার Rose-দের!

Last Updated:
Valentine Day 2023: বিভিন্ন চলচ্চিত্র ও শো-তেও মহিলা নায়িকাদের একটি জনপ্রিয় নাম হিসেবেও ‘রোজ‍’ বা ‘গোলাপ’ বহুবার ব‍্যবহৃত হয়েছে । চলুন আজ ‘রোজ ডে’-তে আলাপ করা যাক পর্দার ‘রোজ‍’-দের সঙ্গে।
advertisement
1/9
প্রেমে লাল গোলাপের জুড়ি নেই! আজ রোজ ডে- তে চিনে নিন পর্দার Rose-দের!
ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস বলা হয়। শুরু হয়েছে ভালবাসার সপ্তাহ। এই সপ্তাহের সূচনাও হয় রোজ ডে দিয়েই। গোলাপ হল প্রেমের প্রতীক। উষ্ণ শুভেচ্ছা হোক বা প্রেমের প্রস্তাব, লাল গোলাপের কোনও জুড়ি নেই।
advertisement
2/9
সঙ্গে বিভিন্ন চলচ্চিত্র ও শো-তেও মহিলা নায়িকাদের একটি জনপ্রিয় নাম হিসেবেও ‘রোজ‍’ বা ‘গোলাপ’ বহুবার ব‍্যবহৃত হয়েছে । চলুন আজ ‘রোজ ডে’-তে আলাপ করা যাক পর্দার ‘রোজ‍’-দের সঙ্গে।
advertisement
3/9
১- বেটি হোয়াইট বহুল প্রশংসিত টেলিভিশন সিরিজ ‘দ্য গোল্ডেন গার্লস’-এ ‘রোজ নিলুন্ড’ চরিত্রে অভিনয়ের করে দর্শকদের নজর কেড়েছেন।
advertisement
4/9
২- ওয়াহিদা রহমান এবং দেব আনন্দ অভিনীত ‘গাইড’-এ রহমানের নাম ‘রোজি’ হয়েছিল। তিনি অসুখী বিবাহিত নারীর চরিত্র অভিনয় করেন যে নাচকে পেশা হিসেবে নিতে চায়।
advertisement
5/9
৩-জেমস ক্যামেরনের প্রেমের সিনেমা ‘টাইটানিক’-এ (১৯৯৭) কেট উইন্সলেটের ‘রোজ’ নামক একটি আইকনিক চরিত্রতে অভিনয় করেন।
advertisement
6/9
৪- স্টেফানি বিট্রিজের ‘রোজা ডিয়াজ’ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ একজন কঠোর পুলিশ যে বিভিন্ন সমস‍্যার মোকাবিলা করেন।
advertisement
7/9
৫- সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘সাওয়ারিয়াতে’ রানি মুখোপাধ‍্যায় ‘গুলাবজি’ নামে একটি চরিত্রে অভিনয় করেছিলেন।
advertisement
8/9
৬- পার্নো মিত্রকে ‘রাজকাহিনীতে’ (২০১৫) ‘গোলাপ’ নামের একজন যৌনকর্মীর চরিত্রে দেখা গিয়েছিল।
advertisement
9/9
৭-অনুষ্কা শর্মা ‘বম্বে ভেলভেট’ (২০১৫) ছবিতে ‘রোজি’ নামে একজন জ্যাজ গায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Valentine Day 2023: প্রেমে লাল গোলাপের জুড়ি নেই! আজ রোজ ডে- তে চিনে নিন পর্দার Rose-দের!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল