TRENDING:

মুখ ঢাকা! সবুজ সুতোর পোশাকে অন্তর্বাস ছাড়া খোলা শরীর, 'একটু লজ্জা পাও' নেটমাধ্যমে উরফিকে নিয়ে ঝড়

Last Updated:
গত রাতে উরফির সবুজ জাল পোশাক পরা ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে৷ জামার সঙ্গে মিলিয়ে সবুজ হাই হিল এবং গোল্ডেন চোকার পরেছিলেন অভিনেত্রী৷
advertisement
1/6
সবুজ সুতোর পোশাকে অন্তর্বাস ছাড়া খোলা শরীর, 'একটু লজ্জা পাও'উরফিকে নিয়ে ঝড়
উরফি জাভেদ! আপাতত এই নামটা বললেই চোখের সামনে ভেসে ওঠে বলিপাড়ার এই নায়িকার মুখ। না, অভিনয়ের জন্য তিনি বিখ্যাত হননি। উরফি চর্চায় আসেন তাঁর অভিনব পোশাকের জন্য। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
2/6
উরফির মতো অবাক করা পোশাক বি-টাউনে আর কাউকেই পরতে দেখা যায় না। নিজের পুরোনো জামা কেটে অদ্ভুত সব পোশাক বানান উরফি। কখনও গোটা পোশাকটাই কাটা। কোনও মতে গোপনাঙ্গ ঢেকে বেরিয়ে পড়েন রাস্তায়। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
3/6
এইবার একেবারেই সবকিছু বাউন্ডারি ছাড়িয়ে গিয়েছে। পোশাকটি পুরোটাই সবুজ জালের। হাত-পা-সর্বাঙ্গ ঢাকা সবুজ জালে। এমনকি মুখও ঢেকেছেন তিনি জাল দিয়ে। শুধুমাত্র বক্ষদেশ এবং নিচের অংশ ঢাকা অন্তর্বাসে। (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
4/6
নেটমাধ্যমে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে৷ নিন্দার ঝড়ে উত্তপ্ত সোশ্যাল মাধ্যম৷ শুধুই নেটমাধ্যম না, সেলেব্রিটি সুনীল পাল, হিন্দুস্থান বাহু এবং চাহত খান্নাও এই ঘটনায় ঘৃণা জানিয়েছে৷ স্পিটভিলা ৪-এর সহকর্মী সাক্ষী দিভেদী বহুবার উরফির ড্রেস নিয়ে মন্তব্য করেছেন৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
5/6
গত রাতে উরফির সবুজ জাল পোশাক পরা ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে৷ জামার সঙ্গে মিলিয়ে সবুজ হাই হিল এবং গোল্ডেন চোকার পরেছিলেন অভিনেত্রী৷ (ছবি: ইনস্টাগ্রাম)
advertisement
6/6
একজন নেটমাধ্যম ব্যবহারকারী জানিয়েছেন, "কিছু তো লজ্জা করো... পুরো শরীর দেখাচ্ছেন... ছি! আবার নিজের মুখ ঢাকছেন?" অন্য একজন জনিয়েছেন, "এবার তো সিরিয়াসলি আপনার ডুবে মরে যাওয়া উচিত৷" (ছবি: ইনস্টাগ্রাম)
বাংলা খবর/ছবি/বিনোদন/
মুখ ঢাকা! সবুজ সুতোর পোশাকে অন্তর্বাস ছাড়া খোলা শরীর, 'একটু লজ্জা পাও' নেটমাধ্যমে উরফিকে নিয়ে ঝড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল