Udit Narayan: চুমু কাণ্ডের পরে ফের চাপে উদিত নারায়ণ! আইনি ঝামেলায় গায়ক! খোরপোশ দাবি করে মামলা দায়ের প্রথম স্ত্রীর
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Udit Narayan: প্রথম স্ত্রীর মামলা দায়ের, খোরপোশ দাবি করে আদালতে রঞ্জনা
advertisement
1/9

গানের শোর বিতর্কের পরে এবার উদিত নারায়ণের জীবনে নতুন চাপ ৷ চুমু খেয়ে তুমুল বিতর্কের পরে আইনি মামলায় জড়ালেন উদিত নারায়ণ ৷ ফাইল ছবি ৷
advertisement
2/9
উদিতের প্রথম স্ত্রী রঞ্জনা ঝাঁ, খোরপোশের অভিযোগ এনেছেন জনপ্রিয় এই গায়কের বিরুদ্ধেই ৷ ফাইল ছবি ৷
advertisement
3/9
রঞ্জনার অভিযোগ তিনি সম্পত্তি থেকে বঞ্চিত ৷ উদিতের প্রথম স্ত্রী ২১ ফেব্রুয়ারি ২০২৫ বিহারের আদালতে হাজিরা দেন উদিত ৷ ফাইল ছবি ৷
advertisement
4/9
আইনি পথে উদিতও তিনি রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়েছেন ৷ রঞ্জনা তাঁর টাকা নিয়েছেন ৷ এই মামলায় আগেও বেগ পেয়েছিলেন উদিত নারায়ণ ৷ ফাইল ছবি ৷
advertisement
5/9
উদিতের বিরুদ্ধে বিহারের মহিলা কমিশনে অভিযোগ জানানো হয়েছে ৷ মামলায় সেই সময় নিষ্পত্তি হয়ে যায় কেননা সেই সময়েই দুপক্ষই মীমাংসার পথে ছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/9
আগে রঞ্জনা প্রতি মাসে ১৫ হাজার টাকা করে পান উদিতের থেকে সেটি ২০২১-এ ২৫,০০০ টাকা হয় ৷ তাছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য জমি দিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/9
দিয়েছিলেন ১ কোটি টাকার বাড়ি, ২৫ লক্ষের গয়না, অভিযোগ সেই গয়নাও নাকি বিক্রি করে দেন রঞ্জনা ৷ রঞ্জনা তাঁর আইনজীবী মারফত জানিয়েছিলেন তাঁর উদিতের সঙ্গে অবশিষ্ট জীবন একসঙ্গে কাটাতে অসুবিধা নেই ৷ সম্ভবত বয়স বাড়ছে সেই কারণে এই সিদ্ধান্ত নিতে চান রঞ্জনা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/9
জমি বিক্রির ১৮ লক্ষ টাকা রাখা উদিত নিজের কাছেই রেখেছিলেন, রঞ্জনা এও অভিযোগ করা হয়েছিল ৷ অভিযোগ করা হয় মুম্বইয়ে গেলেই তাঁর বিরুদ্ধে দুষ্কৃতী পাঠানো হয় ৷ ফাইল ছবি ৷
advertisement
9/9
১৯৮৫ সালে দীপা গ্রহত্রাজকে বিয়ে করেন ৷ দীপা মুম্বইয়ে গায়িকা হতে এসেছিলেন, এরপরেই নেপালি দীপার সঙ্গে উদিতের বিয়ে হয়, জন্ম হয় আদিত্য নারায়ণের ৷ ফাইল ছবি ৷