TRENDING:

Actor Secret Wedding: ফের বিয়ের পিঁড়িতে দুই ডিভোর্সি নায়ক-নায়িকা! প্রথম জীবনের 'যন্ত্রণা' ভুলে, গোপনে নতুন পথ চলা শুধু অদিতি-সিদ্ধার্থর, 'সাদা'-মাটা পোশাকে নজর কাড়লেন

Last Updated:
Bollywood Gossip:গোপনে বিয়ে করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও শেয়ার করেছেন তাঁরা।
advertisement
1/10
বিয়ে দুই ডিভোর্সি নায়ক-নায়িকা!প্রথম জীবনের 'যন্ত্রণা' ভুলে গোপনে নতুন পথ চলা
গোপনে বিয়ে৷ পোশাক একেবারে সাদা৷ নেই কোনও রং-এর বাহুল্য৷ আর অনুষ্ঠানে নেই কোনও চাকচিক্য৷ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় নায়ক-নায়িকা৷
advertisement
2/10
দু’জনেই এর আগে বিয়ে করেছিলেন৷ সংসার ছিল, তবে সেই বিয়ে টেকেনি৷ ডিভোর্স হয় পাত্র এবং পাত্রীর৷ তবে জীবন থেকে প্রেম বিদায় নেয়নি৷ আরও একবার বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থর৷(Photo-Instagram)
advertisement
3/10
গোপনে বিয়ে করলেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবিও শেয়ার করেছেন তাঁরা। (Photo-Instagram)
advertisement
4/10
৪০০ বছরের পুরনো মন্দিরে বিয়ের শপথ নিলেন তাঁরা। বিয়ের অনেক ছবি শেয়ার করেছেন অদিতি। খুবই রোমান্টিক দেখাচ্ছিল দু’জনকে৷ (Photo-Instagram)
advertisement
5/10
অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ নিজেদের মিসেস এবং মিস্টার আদু-সিধু হিসেবে পরিচয় দিয়েছেন।(Photo-Instagram)
advertisement
6/10
তাঁরা দুজনেই ক্যাপশনে আরও লিখেছেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ এবং আমার সমস্ত তারা… অনন্তকালের জন্য পিক্সি সোলমেট থেকো… হাসতে থেকো, কখনও বড় হবে না, চিরন্তন প্রেম, আলো এবং জাদু। মিসেস এবং মিস্টার আদু-সিধু,” দুজনেই তাঁদের ক্যাপশনে হার্ট ইমোজিও দিয়েছেন। (Photo-Instagram)
advertisement
7/10
২০২১ সালে তেলুগু ছবি 'মহাসমুদ্রম'-এর সেটে দেখা অদিতি এবং সিদ্ধার্থর। সেখান থেকে প্রেম৷ যা বিয়েতে পরিণত হয়৷ (Photo-Instagram)
advertisement
8/10
অদিতি বলেছিলেন, “আমি আমার দিদার সবচেয়ে কাছের ছিলাম, যিনি কয়েক বছর আগে মারা গেছেন। তিনি হায়দ্রাবাদে একটি স্কুল চালু করেন। একদিন, সিদ্ধার্থ আমাকে জিজ্ঞেস করেছিল যে ও এটা দেখতে পাবে কি না, কারণ ও খুব ভাল করেই জানে যে আমি তার কতটা ঘনিষ্ঠ ছিলাম।" মার্চ মাসে সেই স্কুলে যায় সিদ্ধার্থ।(Photo-Instagram)
advertisement
9/10
অদিত রাও হায়দারি জানান, সিদ্ধার্থ তাঁকে এই স্কুলেই প্রপোজ করেছিলেন। (Photo-Instagram)
advertisement
10/10
অদিতি জানান, “তিনি হাঁটু গেড়ে বসেছিলেন এবং আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, 'এখানে কী হারিয়েছ? 'কার জুতার ফিতা ঢিলা?' সিদ্ধার্থ বলতে থাকেন, 'আদ্দু, আমার কথা শোন।' এবং তারপর তিনি প্রেম প্রস্তাব দেন৷ এ বছরের শুরুর দিকে দুজনেই বাগদান করেন। এবার গোপনে বিয়ে সারলেন৷ (Photo-Instagram)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Actor Secret Wedding: ফের বিয়ের পিঁড়িতে দুই ডিভোর্সি নায়ক-নায়িকা! প্রথম জীবনের 'যন্ত্রণা' ভুলে, গোপনে নতুন পথ চলা শুধু অদিতি-সিদ্ধার্থর, 'সাদা'-মাটা পোশাকে নজর কাড়লেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল