TRENDING:

Bollywood Gossip: মাতাল হয়ে রান্নাঘরে ঢোকেন অক্ষয় কুমার! স্ত্রী টুইঙ্কেলকে জোর করে... ফাঁস আর এক 'কেলেঙ্কারি'

Last Updated:
Bollywood Gossip: সলমন খানের শো 'দশ কা দম'-এ অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় । সেখানে ক্যাটরিনাও ছিলেন। অক্ষয় জানিয়েছিলেন মাতাল হয়ে তিনি খাবার রান্না করেন এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে খাওয়ান।
advertisement
1/7
মাতাল হয়ে রান্নাঘরে ঢোকেন অক্ষয় কুমার! টুইঙ্কেলকে জোর করে...ফাঁস কেলেঙ্কারি
টলিউডের পাওয়ার কাপল অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না। পৃথিবীর ধনী অভিনেতাদের মধ্যে একজন অক্ষয়। তাঁর ছবি খুব একটা ফ্লপ করে না। তবে টুইঙ্কলকে সিনেমায় আর দেখা যায় না। তিনি ভেবে রেখেছিলেন, ‘মেলা’ হিট হলে তাঁর কেরিয়ারে অক্সিজেন জোগাবে। আর ফ্লপ হলে অক্ষয় কুমারকে বিয়ে করে নেবেন।২০০০ সালে মুক্তি পায় ‘মেলা’। কিন্তু সুপারফ্লপ। কিছু গান হিট হলেও ছবি প্রেক্ষাগৃহে চলেনি। এর সঙ্গেই টুইঙ্কলের কপালে জোটে ‘সুপারফ্লপ নায়িকা’-র তকমা। এরপরই বলিউডের ঝলমলে পৃথিবীকে চিরতরে বিদায় জানান রাজেশ-ডিম্পলের কন্যা।
advertisement
2/7
২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল খান্না। আর কোনও সিনেমায় অভিনয় করেননি। ফিরেও তাকাননি বলিউডের দিকে। তিনি শুধুই অক্ষয়ের গৃহিণী। আর সফল লেখিকাও বটে। বেশ কয়েকটি বই লিখেছেন। ‘ওয়েলকাম টু প্যারাডাইজ’, ‘পায়জামাস আর ফরগিভিং’, দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’ ইত্যাদি। ২০১৮ সালে প্রকাশিত টুইঙ্কলের প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ বিশেষ প্রশংসিত হয় সমালোচক মহলে।
advertisement
3/7
ছেলেমেয়ে নিয়ে তাঁদের সাজানো সংসার। ট্যুইঙ্কল খান্না অক্ষয় কুমারের ২২ বছরের দাম্পত্য জীবন৷ ২ সন্তান রয়েছে তাঁদের৷
advertisement
4/7
একথা প্রায় সকলেই জানেন অক্ষয় কুমারের কোনও খারাপ নেশা নেই। মদ সিগারেটে হাত লাগান না তিনি। তবে সম্প্রতি এক মারাত্মক খবর সামনে এসেছে।
advertisement
5/7
বলিউডে আসার আগে অক্ষয় কুমার ছিলেন রেস্তিরাঁর ওয়েটার। এছাড়াও কাজ করেছেন হোটেলের শেফ, অফিসের পিওন, সেলসম্যান হিসাবে। তাই রান্নাটা তিনি জানেন।
advertisement
6/7
অক্ষয় মদ খান না। কিন্তু, একবার তিনিই বলেছিলেন যে মদ খেয়েও তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং তারপরে তিনি রান্না শুরু করেন।
advertisement
7/7
সলমন খানের শো 'দশ কা দম'-এ অতিথি হয়ে এসেছিলেন অক্ষয় । সেখানে ক্যাটরিনাও ছিলেন। অক্ষয় জানিয়েছিলেন মাতাল হয়ে তিনি খাবার রান্না করেন এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে খাওয়ান।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Gossip: মাতাল হয়ে রান্নাঘরে ঢোকেন অক্ষয় কুমার! স্ত্রী টুইঙ্কেলকে জোর করে... ফাঁস আর এক 'কেলেঙ্কারি'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল