Chhavi Mittal Breast Cancer: ‘মা, তুমি কি মরে যাবে?’ ক্যানসার আক্রান্ত ছবিকে প্রশ্ন ৯ বছরের মেয়ের! কান্না কিশোরীর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chhavi Mittal Breast Cancer: ২০২২ সালের এপ্রিলে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত বন ছবি। সেই সময়ে তার মেয়ে আরিজা কীভাবে গোটা বিষয়টা সামলেছিল, সে কথাই তিনি জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
advertisement
1/10

প্রিয়জনকে ছেড়ে চলে যেতে হতে পারে না ফেরার দেশে। আগে থেকেই তেমন ইঙ্গিত পেয়ে যাওয়ার মতো যন্ত্রণাদায়ক কিছু হতে পারে? এই কষ্টটাই পেয়েছিলেন অভিনেত্রী ছবি মিত্তাল। কিন্তু আজ তিনি সুস্থ। অনেক লড়াইয়ের পর।
advertisement
2/10
২০২২ সালের এপ্রিলে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত বন ছবি। সেই সময়ে তার মেয়ে আরিজা কীভাবে গোটা বিষয়টা সামলেছিল, সে কথাই তিনি জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।
advertisement
3/10
আরিজা তাঁকে একবার জিজ্ঞাসা করেছিল, যে তাঁর মা কি ‘মরে’ যাবেন? ছবি জানান, তিনি তিনি আরিজাকে বুঝিয়েছিলেন যে তাঁকে অস্ত্রোপচার করতে হবে।
advertisement
4/10
ছবির কথায় “আমি আরিজার সঙ্গে কথা বলে তাকে বুঝিয়েছিলাম। আলাদা করে মেয়ের সঙ্গে বসি, তাকে বলি ‘তোমার মা অসুস্থ। এবং তাকে কয়েক দিনের জন্য হাসপাতালে যেতে হবে। সে সুস্থ হয়েই বাড়ি ফিরবে।’ হঠাৎ কাঁদতে লাগল আরিজা।’’
advertisement
5/10
‘‘আরিজা বলল, ‘মা, তোমার কি ওটা আছে?’ আমি জানতাম ও ক্যানসারের কথাই বলছে। আমি বললাম, ‘হ্যাঁ’। আমি আসলে ক্যানসারেই আমার দিদাকে হারিয়েছি।’’
advertisement
6/10
‘‘আরিজা সেটা জানত। তাই ও ভেবেছিল আমিও চলে যাব। ও ক্যানসার বলতে একটা বিষয়ই জানে, যে এটা বাঁচতে দেয় না কাউকে। বলত, ‘মা তুমি খাবার গিলতে পারবে? তুমি কি মরে যাবে?’ আমি বলতাম, না, এটা সবসময়ে একরকম হয় না।’’
advertisement
7/10
‘‘ক্যান্সার বিভিন্ন মানুষের জন্য আলাদা হয়। এটা আমার কাছে খুব আলাদা। আমার কাছে এটা সামান্য ব্যাপার, সার্জারি করে বের করে নেওয়া যাবে। তাতে খানিক শান্ত হয়।’’
advertisement
8/10
‘‘আরিজা আমার সঙ্গে হাসপাতালে আসতে চেয়েছিল, আমার সঙ্গে দেখা করতে এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল। কিন্তু বাচ্চাদের অনুমতি দেওয়া হয় না। তবে তাকে হাসপাতালে কয়েকবার অনুমতি দেওয়া হয়েছিল। মেয়ে আমার যত্ন নেওয়ার চেষ্টা করেছিল, আমার হাত ধরে বসেছিল।’’
advertisement
9/10
২০২২ সালের এপ্রিলে তাঁর প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়েছিল। তিনি অস্ত্রোপচার করেন এবং পরে রোগমুক্ত হন। সম্প্রতি তার কস্টোকন্ড্রাইটিস ধরা পড়ে। স্তনের হাড়ের সঙ্গে পাঁজরের সংযোগকারী তরুণাস্থিতে প্রদাহকে বলা হয়।
advertisement
10/10
গত অগাস্টে ছবি জানান, এই রোগের কারণ হতে পারে রেডিয়েশন অথবা অস্টিওপেনিয়ার জন্য যে ইনজেকশনটি নিয়েছিলেন, তার পার্শ্বপ্রতিক্রিয়া, অথবা এক বা একাধিক রোগের সংমিশ্রণ হতে পারে।