TRENDING:

Anupam-Prashmita Honeymoon: আদুরে-ব়োম্যান্সে ঠাসা অনুপম-প্রশ্মিতার মধুচন্দ্রিমা! স্ত্রীকে আগলে রংমিলান্তিতে ধরা দিলেন গায়ক, ছবি দেখলে চোখের পলক পড়বে না

Last Updated:
Anupam-Prashmita Honeymoon: বিয়ের ২ মাস পর হানিমুনে গেলেন অনুপমও প্রশ্মিতা৷ রংমিলান্তি পোশাকে নতুন বউকে কাছে আগলে হানিমুনের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল নেটদুনিয়ায়৷
advertisement
1/6
আদুরে-ব়োম্যান্সে ঠাসা অনুপম-প্রশ্মিতার হানিমুন! ছবি দেখলে চোখের পলক পড়বে না
তারকাদের প্রেম-বিয়ে নিয়ে টলিপাড়ায় চর্চা সর্বদাই তুঙ্গে৷ দ্বিতীয় বিয়ে ভাঙার মাত্র তিন মাসের মধ্যেই সুখবর দিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায়৷ সদ্যই তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক অনুপম রায়৷
advertisement
2/6
গত ২ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম ও প্রশ্মিতা৷ হাতেগোনা বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের নিয়ে বিয়েটা সেরেছেন তারা৷ বিয়ের ২ মাস পার, কোথায় মধুচন্দ্রিমায় যাবেন তারকা জুটি, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল৷ পুরো বিষয়টা নিয়ে বেশ সাসপেন্স রেখেছিলেন অনুপম ও প্রশ্মিতা৷
advertisement
3/6
এবার সবটা প্রকাশ্যে আনলেন গায়ক অনুপম৷ বিয়ের ২ মাস পর হানিমুনে গেলেন অনুপমও প্রশ্মিতা৷ রংমিলান্তি পোশাকে নতুন বউকে কাছে আগলে হানিমুনের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল নেটদুনিয়ায়৷
advertisement
4/6
ডেনিম জিন্স, হলুদ-টি-শার্ট পরেছেন অনুপম এবং হলুদ রঙের স্কার্ট, কালো রঙের টপ, সঙ্গে ম্যাচ করে কালো ব্যাগ নিয়ে ছবিতে পোজ দিয়েছেন প্রশ্মিতা৷
advertisement
5/6
কোথায় হানিমুনে গেছেন অনুপম-প্রশ্মিতা, তা নিয়ে লুকোছাপা করেননি৷ পোস্টের ক্যাপশনে খোলসা করে গায়ক লেখেন- 'অ্যা টার্কিশ হলিডে'৷ কাপ্পাডোসিয়ার পাথুরে টিলার সামনে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ ছবি ভাইরাল হতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্ত তথা সেলিব্রিটিরা৷
advertisement
6/6
বিয়ের পর থেকেই কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন অনুপম রায়৷ নতুন বউকে একা রেখে কখনও কাজের জন্য বাংলাদেশ ছুটেছেন৷ আবার কখনও কাছের মানুষের বিয়ের অনুষ্ঠানে একাই জয়পুর গেছেন প্রশ্মিতা৷ বিয়ের ২ মাস পর এই প্রথম জমিয়ে বেড়াতে গেলেন তারকা দম্পতি৷ আপাতত হানিমুনের আরও ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anupam-Prashmita Honeymoon: আদুরে-ব়োম্যান্সে ঠাসা অনুপম-প্রশ্মিতার মধুচন্দ্রিমা! স্ত্রীকে আগলে রংমিলান্তিতে ধরা দিলেন গায়ক, ছবি দেখলে চোখের পলক পড়বে না
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল