TRENDING:

Sandipta Sen Wedding Photos: রাজকীয় বিয়ের আসর, নিমেষে সব আকর্ষণ কাড়ল সন্দীপ্তার বিশেষ 'এই' গয়না, দেখুন ছবিতে

Last Updated:
Sandipta Sen Wedding: দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তার সঙ্গে মানানসই সোনার গয়না।
advertisement
1/7
রাজকীয় বিয়ের আসর, নিমেষে সব আকর্ষণ কাড়ল সন্দীপ্তার বিশেষ 'এই' গয়না, দেখুন ছবিতে
*বেশ কয়েক বছরের অপেক্ষার অবসান। দিনভরের নাছোড় বৃষ্টিকে উপেক্ষা করে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পন্ন হল বিয়ে। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
2/7
*বৃহস্পতিবার সন্ধ্যায় পিসি চন্দ্র গার্ডেনসে বসেছে সন্দীপ্তা-সোম্যর বিয়ের আসর। দুধে আলতা রঙা বেনারসিতে সেজে উঠেছেন সন্দীপ্তা। তার সঙ্গে মানানসই সোনার গয়না। কপালে চন্দনের সাজ। হালকা মেকআপ। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
3/7
*তবে সব গয়নার মধ্যে আজ সকলের নজর কেড়েছে সন্দীপ্তার টায়রা এবং টিকলি বা মাথা পাট্টি। হৃদয় আকৃতির টিকলি এবং মাথায় পেতে বসে থাকা  মাথা পাট্টির নক্সা একেবারে সাবেকি। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
4/7
*মাথা পাট্টি একেবারে সাবেকি একটি গয়না। যারা সাবেকি গয়না পরতে পছন্দ করেন, তাঁরা বিয়ের সময় এই গয়না পরেন।নৃত্যশিল্পীরাও  এই গয়না পরেন। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
5/7
*এদিন বরের সাজেও ছিল অভিনবত্বের ছোঁয়া। হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতি পরেছেন সৌম্য। মাথায় টোপর, গলায় বরমালা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/7
*মহিলা পুরোহিতদের তত্ত্বাবধানে বৈদিক মতে হয়েছে বিয়ে। পৌরোহিত্য করেছেন অধ্যাপক নন্দিনী ভৌমিক এবং তাঁর দল।  সন্দীপ্তা-সৌম্যর বিয়েতে সাক্ষী রইলেন তাঁদের পরিবার, কাছের বন্ধুরা এবং বিনোদন জগতের তারকারা। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
7/7
*এ দিন বৃষ্টির জন্য বিয়ের প্ল্যানিং শেষ মুহূর্তে বদলাতে হয়েছে নায়িকাকে। খোলা আকাশের নীচে নয়, দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন ভেন্যুর অন্দরেই চলছে বিয়ের রাজকীয় অনুষ্ঠান। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Sandipta Sen Wedding Photos: রাজকীয় বিয়ের আসর, নিমেষে সব আকর্ষণ কাড়ল সন্দীপ্তার বিশেষ 'এই' গয়না, দেখুন ছবিতে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল