Tollywood Picnic: টলিউডের পিকনিক, গঙ্গার ধারে ছিল এলাহি খানাপিনা! মেন্যুতে কী কী? কোন পোশাকে তারকারা, রইল সব ফোটো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Tollywood Picnic on Winter Sunday: একেবারে গঙ্গার ধারে শীতের দুপুরে অন্য মুডে দেখা গেল সব তারকাদের৷ যা নজর কেড়েছে তা হল সকলের পোশাকের রং৷
advertisement
1/16

শীতের ছুটির দিনে টলিউডের পিকনিক৷ সকলে মিলে দারুণ দিন কাটালেন ইন্ডাস্ট্রির অনেকে৷
advertisement
2/16
শুরুতেই ছবি পোস্ট করে পিকনিকের ইঙ্গিত দেন রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করে রাজ লেখেন পিকনিক!
advertisement
3/16
তখন থেকেই বোঝা যায় যে টলিউডের সকলে শীতের দুপুর এক জায়গায় কাটাতে চলেছেন৷
advertisement
4/16
তারপরই একে একে ছবি আসতে থাকে সামনে৷
advertisement
5/16
কে নেই সেখানে! গোটা টলিউডই প্রায় উপস্থিত ছিল৷
advertisement
6/16
রাজ, শুভশ্রী, শ্রাবন্তী, সৌরভ দাস, অঙ্কুশ, ঐন্দ্রিলা, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য, ইশা, লহমা ভট্টাচার্য, সৃজিৎ, বিরসা, বিদীপ্তা, পাওলি, দেবালয়, পদ্মনাভ, গৌরব, ঋদ্ধিমা, অরিন্দম, এসভিএফের শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি৷
advertisement
7/16
কোথায় হল এই পিকনিক? রায়পুরের কাছে গঙ্গার ধারে বাওয়ালি রাজবাড়ির এক নতুন প্রপার্টিতে বসেছিল আসর৷
advertisement
8/16
একেবারে গঙ্গার ধারে শীতের দুপুরে অন্য মুডে দেখা গেল সব তারকাদের৷
advertisement
9/16
যা নজর কেড়েছে তা হল সকলের পোশাকের রং৷
advertisement
10/16
সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক৷
advertisement
11/16
সাদা রং-ই ছিল পিকনিকের কালার থিম৷
advertisement
12/16
সাদা রং-ই ছিল পিকনিকের কালার থিম৷
advertisement
13/16
শীতের পিকনিকে কমলালেবুও বাদ যায়নি!
advertisement
14/16
খাওয়া-দাওয়ার সঙ্গে চলে গান-নাচ৷ গিটার বাজিয়ে গান গাইলেন পরব্রত৷ গান গাইলেন অনির্বাণ এবং কৌশিক-চূর্ণীর ছেলে উজান৷
advertisement
15/16
শেষবেলায় কইজ-ও হয়৷ প্রশ্ন করার দায়িত্বে ছিলেন স্বয়ং সৃজিৎ!
advertisement
16/16
হৈ হৈ করে কেটে গেল রবিবারের পিকনিক৷