Tollywood Richest Heros: স্বপ্নের নায়কের স্বপ্নের রূপকথা! বাংলার তিন সেরা ধনী অভিনেতার সম্পত্তির মোট পরিমাণ
- Published by:Arjun Neogi
Last Updated:
Tollywood Richest Heros: বিনোদনের দুনিয়ার অন্যতম তিন সেরা নাম
advertisement
1/15

প্রিয় তারকা স্বপ্নের তারকা, যাঁদের প্রতিটি মুহূর্তেই প্রতিটি সাধারণ মানুষ জীবনের ক্ষেত্রে আলাদা করে প্রভাব বিস্তারিত করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
2/15
সে হলিউড, বলিউড বা টলিউডের ড্রয়িং রুম থেকে কখন যেন কাছের মানুষে পরিণত হন তা বুঝতেই পারা যায়না ৷ ফাইল ছবি ৷
advertisement
3/15
স্বপ্নের নায়ক বা স্বপ্নের নায়িকা প্রভাব জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে ৷ তবে প্রিয় তারকাদের জীবন যাপন থেকে দৈনন্দিন রোজনামচা যেমন ভক্তদেরকে আকৃষ্ট করে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/15
ঠিক তেমনই তাঁদের রোজগার বা মোট সম্পত্তি উৎসাহ থাকে তুঙ্গে ৷ একনজরে দেখে দেওয়া যাক স্বপ্নের নায়কদের সম্পত্তির পরিমাণ ৷ ফাইল ছবি ৷
advertisement
5/15
টালিগঞ্জের প্রথম সারির নায়কদের তালিকায় সবার আগে যাঁদের নাম আসে তাঁরা হলেন প্রসেনজিৎ, জিৎ, দেব ইত্যাদি ৷ ফাইল ছবি ৷
advertisement
6/15
বর্তমানে টলিউডের প্রথম সারির তিনজন তারকা আছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন জিৎ, ও বন্ধু তুমি শুনতে কি পাওয়া, প্রথম প্রেমের প্রথম ছোঁয়ায় কী মিষ্টি মিষ্টি হাসি সুপারহটি ছবির নায়ক জিৎ ৷ ফাইল ছবি ৷
advertisement
7/15
বহু বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছেন তিনি ৷ বর্তমানে নায়ক জিতের পাশাপাশি প্রযোজক জিতের ছবি প্রায় প্রতি বছরই মুক্তি পায় ৷ ফাইল ছবি ৷
advertisement
8/15
সম্পত্তির দিক থেকে তিনি বিরাট টক্কর দিতে পারেন তাঁর সহ অভিনেতাদের ৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ মিলিয়ন থেকে ৫ মিলিয়ন ডলার পর্যন্ত ৷ ফাইল ছবি ৷
advertisement
9/15
জিতের বেশ কয়েক বছর পরে টলিউডে পা রাখলেও দেবের ফ্যান ফলোয়ারের সংখ্যা মোটেও কম নয় ৷ ফাইল ছবি ৷
advertisement
10/15
নায়কের সঙ্গে সঙ্গে দেব এখন একজন সফল প্রযোজকও ৷ তাঁর একটি প্রযোজনা সংস্থাও আছে ৷ ফাইল ছবি ৷
advertisement
11/15
জানা গিয়েছে দেবের বর্তমানে ২ থেকে ৫ মিলিয়ন ডলার সম্পত্তির পরিমাণ ৷ ফাইল ছবি ৷
advertisement
12/15
বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ অমরসঙ্গী, ছোটবউ, বদনাম থেকে শুরু করে অগুন্তি ছবিতে কোটি কোটি ভক্তদের মনে মন্দিরে এখনও বিরাজ করেন সবার প্রিয় এই নায়ক ৷ ফাইল ছবি ৷
advertisement
13/15
বর্তমানেও জনপ্রিয়তায় শ্রেষ্ঠ ৷ তিনিও নায়কের পাশাপাশি একজন প্রযোজকও ৷ সম্পত্তির নিরিখে তিনি অনেকটাই এগিয়ে অন্যদের থেকে ৷ ফাইল ছবি ৷
advertisement
14/15
প্রায় ৩০ মিলিয়ন ডলার তাঁর সম্পত্তির পরিমাণে যার মাধ্যমেই বুঝতে পারা যায় তিনি কতখানি জনপ্রিয় ও সফল ৷ ফাইল ছবি ৷
advertisement
15/15
এই ত্রিমূর্তি বাংলা বিনোদনের জগতে এক বিরাট ভূমিকা গ্রহণ করেছেন, সেটা তাঁদের ফ্যান ফলোয়ারের মোট সংখ্যাই বলে দেয় ৷ ফাইল ছবি ৷