Subhashree Ganguly: অবশেষে সামনে এল রাজ-শুভশ্রীর মেয়ের ছবি! বাবা না মা, কার মতো? আপনি দেখেছেন ইয়ালিনিকে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Subhashree Ganguly: অবশেষে মেয়ের এক ঝলক দেখিয়েছেন শুভশ্রী। বাবার কোলে ছোট্ট ইয়ালিনি। ছবিটি পিছন থেকে তোলা।
advertisement
1/8

রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনি ভূমিষ্ট হয়েছে একমাস হল। তবে খুদে রাজকন্য়াকে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তেরা।
advertisement
2/8
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়ও নিজের কাজ থেকে সরে থাকেননি শুভশ্রী। নিজের ছন্দে কাজ করে গিয়েছেন। তবে বড় পর্দায় তাঁকে সেভাবে দেখা যায়নি। তবে জানা গিয়েছে, বুদ্ধদেব গুহের প্রেমের গল্পে তিনি কামব্যাক করবেন। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।
advertisement
3/8
কিছুদিন আগে স্ক্রিপ্টের ছবি নিজের ইস্ট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করে ছিলেন নায়িকা। আর এবার ‘বাবলি’র লুক সেট করতে গেলেন শুভশ্রী।
advertisement
4/8
কখনও ওজন, কখনও বা জীবনের নানা সিদ্ধান্ত নিয়ে নানা কটাক্ষের মুখে পড়তে হয় শুভশ্রীকে। জন্মদিনের ছবি দিয়েও ট্রোল হয়েছিলেন অভিনেত্রী। নেটিজেনদের একাংশের দাবি, বোটক্স করিয়ে নাকি নিজের মুখটাই নষ্ট করে ফেলেছেন তিনি।
advertisement
5/8
সে সব তো গেল অন্য় কথা। কিন্তু খুদে ইয়ালিনিকে দেখতে কেমন হল?
advertisement
6/8
ইয়ালিনি নামটি তামিল ভাষীদের মধ্যে অধিক প্রচলিত। ইয়ালিনির অর্থ সংগীত, সুর। মা সরস্বতীর আরেক নাম ইয়ালিনি।
advertisement
7/8
অবশেষে মেয়ের এক ঝলক দেখিয়েছেন শুভশ্রী। বাবার কোলে ছোট্ট ইয়ালিনি। ছবিটি পিছন থেকে তোলা।
advertisement
8/8
কাজের মাঝে ছেলে -মেয়েকে সময় দিতে ভুলছেন না রাজ-ঘরণী। ইয়ালিনির খেয়াল রাখার পাশাপাশি, ইউভানের সঙ্গেও আবাসনের পার্কে গিয়েও সময় কাটাচ্ছেন নায়িকা। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্তটাই করছেন শুভশ্রী। আর সেই সব খুঁটিনাটিও অভিনেত্রী পোস্ট করেছেন ইস্ট্রাগ্রামে।