Mehtab Biopic: ‘মিডফিল্ড জেনারেল’ মেহতাব এবার লাল হলুদের প্রাণ সেলুলয়েডে, হচ্ছে বায়োপিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
‘‘বাংলা বা বাঙালি মানেই তো ফুটবল তাই যখন ছবি বানাতে এসেছি তাই ফুটবল ছাড়া অন্যকিছু মাথাতেই আসে নি, নিজেই ফুটবল নিয়ে বড় হয়েছি তাই এই ইমোশনটা আমি বুঝি’’
advertisement
1/4

#কলকাতা: ধাগা প্রোডাকশনের ব্যানারে এবার টলিউডে এক বাঙালি ফুটবলারের বায়োপিক৷ তারই পোস্টার রিলিজ হল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবু থেকে৷ সেই ফুটবলার আর কেউ নন , ফুটবলপ্রেমী বাঙালির অন্যতম প্রিয় নাম মেহতাব হোসেন। ছবির পরিচালক বাপ্পা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রাঞ্জল দাস।
advertisement
2/4
পরিচালক বললেন, ‘‘এই মুহুর্তে দাঁড়িয়ে এই রকম বিষয়ে নিয়ে ছবি খুবই চ্যালেঞ্জিং কারণ বাংলা তথা ভারতের ফুটবলের এখন যা পরিস্থিতি তাতে এই ছবির একটা গুরুত্ব আছেই। যাতে ফুটবলপ্রেমী মানুষ ও যারা লড়াই করছে ফুটবল নিয়ে কেরিয়ার গড়ার জন্য তারা যাতে সাহস পায় আরও বহু ফুটবলার বল পায়ে এগিয়ে আসে।’’
advertisement
3/4
‘‘বাংলা বা বাঙালি মানেই তো ফুটবল তাই যখন ছবি বানাতে এসেছি তাই ফুটবল ছাড়া অন্যকিছু মাথাতেই আসে নি, নিজেই ফুটবল নিয়ে বড় হয়েছি তাই এই ইমোশনটা আমি বুঝি, তাই ছবিটা ভাল বানানোর একটা খিদে থাকছেই, আর মোহনবাগান,মহামেডান,কেরালা ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গল এর সমস্ত দর্শক আমাদের এই ছবির পাশে থাকবে কারণ মেহতাব সবার ভালোবাসার নাম, ফুটবল স্ট্রাগেলের আর এক নাম মেহতাব হোসেন।।এই চ্যালেঞ্জ টা নিতে খুব ভালো লাগছে...অনেকদিনের একটা ড্রিম যেটা সফল হতে দেখে বেশ ভালো লাগছে।’’
advertisement
4/4
আর ধাগা প্রোডাকশনের উচ্ছ্বসিত প্রশংসা করেন পরিচালকা৷ তাঁর সাফ কথা এইরকম অন্য ধরণের প্রজেক্টে তাঁকে এইভাবে সাপোর্ট করছে৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন আগের হিন্দি ছবি গিরগিটেও তাঁকে সাহায্য করেছিল৷ তিনি বিশেষ ধন্যবাদ জানান শুভঙ্কর মিত্রকে৷