Yash Dasgupta-Nusrat Jahan|| চেহারায় মাতৃত্বের আভা, অন্তঃসত্ত্বা নুসরতের সঙ্গেই রয়েছেন যশ! অবশেষে ছবি ফাঁস...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
সেপ্টেম্বরেই সম্ভবত প্রথম সন্তানের জন্ম দেবেন নুসরত। সন্তানের বাবা কে, তা নিয়ে যতই বিতর্ক হোক, নায়িকার মুখে কুলুপ। বরং, যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।
advertisement
1/8

*অভিনেত্রী সাংসদ নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। বর্তমানে সম্ভবত টলিউডের অন্যতম চর্চিত দুটো নাম। আর মাত্র মাস খানেকের অপেক্ষা। সেপ্টেম্বরেই সম্ভবত প্রথম সন্তানের জন্ম দেবেন নুসরত। সন্তানের বাবা কে, তা নিয়ে যতই বিতর্ক হোক, নায়িকার মুখে কুলুপ। বরং, যশের সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/8
*কোথায় আছেন তাঁরা বা আদৌ কলকাতায় রয়েছেন কিনা, তা নিয়ে স্পষ্ট ধারনা না পাওয়া গেলেও, তাঁরা যে একসঙ্গেই রয়েছেন, তা নিয়ে আর সন্দেহের কোনও অবকাশ নেই। সোশ্যাল মিডিয়ায় দেওয়াল দেখলে এ কথা নিশ্চিতভাবে বলা যায় নুসরতকে তাঁর বিশেষ সময়ে ভালবাসা দিয়ে আগলে রেখেছেন অভিনেতা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/8
*শনিবার প্রায় একই সময়ে নুসরত এবং যশ ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুটি করে ছবি পোস্ট করেন। ছবি দুটি দেখলে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাঁরা একই জায়গায় রয়েছেন। এর আগেও অবশ্য নুসরতের সানগ্লাসে যশকে দেখতে পেয়েছিলেন নেটিজেনরা। তবে, সেই ছবি এ দিনের মত এতটা স্পষ্ট ছিল না। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/8
*বর্তমানে নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গোনা শুরু হয়ে গিয়েছে। নায়িকার চোখে-মুখে মাতৃত্বের আভা স্পষ্ট। অন্তঃসত্ত্বা নুসরতের ছবিতে তাঁর বেবি বাম্প দেখা না গেলেও, তিনি যে গর্ভবতী তা বোঝা যাচ্ছে সহজেই। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/8
*নুসরত সোশ্যাল মিডিয়ায় সবসময়ই অ্যাক্টিভ। কথায় যাচ্ছেন, কী করছেন সব কিছুই শেয়ার করেন কনও রাখঢাক না রেখে। নিন্দুকেরা বলে, তাঁকে নিয়ে বিতর্ক বা চর্চা যত বেড়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁর আনাগোনা তার থেকে দ্বিগুণ হারে বেড়েছে। বর্তমানে প্রায় প্রতিদিনই নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নুসরত। যেখানে কখনও আবছা, আবার কখনও স্পষ্ট বোঝা যায় তাঁর বেবি বাম্প। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/8
*আগামী সেপ্টেম্বর মাসে সন্তান জন্মের সম্ভাব্য সময়। তার আগে তবে একটু একটু করে দু'জনের ঘনিষ্টতা সকলের সামনে আনতে চাইছেন তাঁরা? সেই জন্যই কী এমন একই সময়ে একই ব্যাকগ্রাউন্ডে ছবি পোস্টের সিদ্ধান্ত? এ সব প্রশ্নই এখন ঘুরছে নেটিজেনদের মধ্যে।ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/8
*সম্প্রতি যশের প্রিয় পোষ্যকে বাড়িতে স্বাগত জানিয়ে ছবি দিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি, ইতিমধ্যেই অভিনেত্রী জেনে গিয়েছেন তিনি ছেলে নাকি মেয়ের মা হতে চলেছেন, কারণ লিঙ্গ নির্ধারণের জন্য নির্দিষ্ট কেক মঙ্গলবারেই কেটেছেন অভিনেত্রী। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/8
*তবে বিতর্ক যাই থাকুক। খুশিতে রয়েছেন নুসরত। শুটিং করছেন, নিভৃতে সময় কাটাচ্ছেন। সম্প্রতি পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন। সেই ছবিও শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। এ বারে সন্তানের আগমনের পালা। তবে গুজব রটেছে, নুরসতের সন্তানের বাবা নাকি যশ দাশগুপ্তই। ছবিঃ ইনস্টাগ্রাম।