Dance Bangla Dance: রানিমা এখন অতীত! ‘ছঁইয়া ছঁইয়া’র তালে তুমুল নাচলেন দিতিপ্রিয়া
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
Dance Bangla Dance: ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে নেচে মাত করলেন ছোট পর্দার তারকারা । ছিলেন নীল, রুবেল, রোহন, দিতিপ্রিয়া ।
advertisement
1/6

• ডান্স বাংলা ডান্স-এ জমজমাট ডান্স ধামাকা। একেবারে সেলিব্রেশন মুডে সকলে। পারফরম্যান্স হবে তুখোড়। সেটের ইনার্জিও দেখার মতো। ২৮ এবং ২৯ অগাস্ট, প্রতিযোগীদের সঙ্গে পারফর্ম করবেন ছোট পর্দার জনপ্রিয় তারকারা।
advertisement
2/6
• বিভিন্ন ধারাবাহিকের, দর্শককের ভীষণ প্রিয় তারকা নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রীরা পা মেলাবেন নাচের তালে।
advertisement
3/6
• 'অপরাজিতা অপু' ধারাবাহিকের দীপু মানে রোহন থাকছেন। থাকছেন 'মিঠাই' ধারাবাহিকের সোম অর্থাৎ ধ্রুব। সঙ্গে থাকছেন, 'কি করে বলব তোমায়' ধারাবাহিক-এর রাধিকা মানে স্বস্তিকা।
advertisement
4/6
• সারপ্রাইজ এখানেই শেষ নয়, থাকছেন, 'কৃষ্ণকলি'র নিখিল, এখন নতুন ধারাবাহিক 'উমা'-র অভিমুন্য মানে নীল।
advertisement
5/6
• লিস্ট আরও দীর্ঘ। মঞ্চ কাঁপাতে আসছেন 'যুমনা ঢাকি' - র যমুনা, মানে শ্বেতা ও সংগীত মানে রুবেল। থাকছেন সকলের প্রিয় রানিমা - দিতিপ্রিয়া।
advertisement
6/6
• এই সব কিছুর পাশাপাশি অবশ্যই থাকছে প্রতিযোগীদের অসাধারণ সব নাচ। বিচারক, নৃত্য গুরুদের উজ্জ্বল উপস্থিতি। সঞ্চালক হিসেবে বিক্রমের সঙ্গে থাকছেন, সকলের প্রিয় নায়ক আবির চট্টোপাধ্যায় ।