TRENDING:

রাজের ক্যামেরায় শুভশ্রীর সঙ্গে পোজ দিল ছোট্ট ইউভান, একই পোশাকে 'মা-ব্যাটা'কে দেখে খুশি নেটদুনিয়া, ভাইরাল...

Last Updated:
রাজের শেয়ার করা ছবিতে শুভশ্রীর কোলে রয়েছে ইউভান । মায়ের মতো সেও পোজ দিচ্ছে বাবার ক্যামেরায়।
advertisement
1/7
রাজের ক্যামেরায় শুভশ্রীর সঙ্গে পোজ দিল ইউভান, একই পোশাকে 'মা-ব্যাটা'কে দেখে খুশি নেটদুনিয়া
*শুভশ্রী এবং ইউভানের নতুন ছবি শেয়ার করলেন পরিচালক রাজ চক্রবর্তী। শুক্রবার সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শুভশ্রী এবং ইউভানের ছবি শেয়ার করেন পরিচালক। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*রাজের শেয়ার করা ছবিতে শুভশ্রীর কোলে রয়েছে ইউভান দেখা যায়। মায়ের মতো সেও পোজ দিচ্ছে বাবার ক্যামেরায়। পোশাকও পরেছে প্রায় একই রঙের। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/7
এ দিন রাজ ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে রাজ লেখেন, 'তোমাদের দুজনের এক ঝলক দেখলেই, সারাটা দিন ভাল যায়।' ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/7
*ইউভান এখন তিন মাস। সে এখন আসতে আসতে সবই বুঝতে শিখছে। তার ওপরে সেলিব্রিটি কিড। ক্যামেরা-অ্যাকশন বুঝবে না তা কী করে হয়! তাই বাবা ক্যামেরা নিয়ে তাক করতেই গোল গোল চোখ নিয়ে পোজ দিয়েছে মায়ের সঙ্গে।  ছবি: ইনস্টাগ্রাম।  
advertisement
5/7
*দুর্গাপুজ, কালীপুজোয় অভিনব পোশাকে নেটিজেনদের নজর কেড়েছিল রাজ-শুভশ্রীর 'রাউডি বেবি'। ফলে তাঁদের ছোট্ট 'শিম্বা'কে বড়দিনে কীভাবে সাজিয়ে তোলেন, সে দিকেই তাকিয়ে গোটা নেটদুনিয়া।  ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/7
*প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর শহরের এক বেসরকারি হাসপাতালে ইউভানের জন্ম। জন্মের কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে ছেলের ছবি শেয়ার করেন রাজ চক্রবর্তী।সেই শুরু। তারপর থেকে সকলেই মুখিয়ে থাকেন ইউভানকে একবার দেখার জন্য।  ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/7
*যদিও ইউভানের বাবা-মা অনুরাগীদের কখনও নিরাশ করেন না। রীতিমত রোজই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছোট্ট ইউভানের ছবি। তা অবশ্য ভাইরাল হয়ে সময় নেয় না।  ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
রাজের ক্যামেরায় শুভশ্রীর সঙ্গে পোজ দিল ছোট্ট ইউভান, একই পোশাকে 'মা-ব্যাটা'কে দেখে খুশি নেটদুনিয়া, ভাইরাল...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল