TRENDING:

দল বেঁধে 'হইহই' করে নীল-তৃণার হানিমুন! বন্ধুদের নিয়ে কোথায় ঘুরছেন নবদম্পতি? দেখুন ছবি...

Last Updated:
advertisement
1/6
দল বেঁধে 'হইহই' করে নীল-তৃণার হানিমুন! বন্ধুদের নিয়ে কোথায় ঘুরছেন নবদম্পতি? দেখুন ছবি...
*৪ মার্চ সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের তথা টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। দক্ষিণ কলকাতার একটি অভিজাত বিয়েবাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/6
*রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠানে ছিল একের পর এক চমক। তার মধ্যে অন্যতম নৌকো চেপে ১০ বছরের প্রেমিকাকে বিয়ে করতে আসেন নীল। তবে তাঁদের রিসেপশন এখনও হয়নি। ১৪ ফেব্রুয়ারি রিসেপশন। সেদিনও যে একাধিক চমক থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*রাজকীয় সেই বিয়ের অনুষ্ঠানে ছিল একের পর এক চমক। তার মধ্যে অন্যতম নৌকো চেপে ১০ বছরের প্রেমিকাকে বিয়ে করতে আসেন নীল। তবে তাঁদের রিসেপশন এখনও হয়নি। ১৪ ফেব্রুয়ারি রিসেপশন। সেদিনও যে একাধিক চমক থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*সবই হল, এবার হানিমুনের পালা। যাঁদের বাগদান থেকে বিয়েতে এত চমক, তাঁদের হানিমুন যে খুবই স্পেশ্যাল হবে, তা কি আর বলার অপেক্ষা রাখে? নিশ্চয়ই নয়। এক্কেবারেই ঠিক ধরেছেন। তবে নীল-তৃণার হানিমুন নিয়ে দম্পতির কেউই মুখ খোলেননি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*কিন্তু বুধবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে ওয়েস্টার্ন ড্রেসে দেখা যাচ্ছে দম্পতিকে। চোখে সানগ্লাস। সঙ্গে একঝাঁক বন্ধু। ছবি দেখে অনেকেই ভাবছেন কাছাকাছি টুক করে কোথাও 'শর্ট হানিমুন' করতে চলে গিয়েছেন তাঁরা। তবে জায়গাটা কথায় তার কোনও উল্লেখ ছবিতে নেই। বা ছবিটি আদৌ আজকের কিনা, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে (নিউজ ১৮ বাংলা ছবির উৎস যাচাই করেনি)। ছবির ক্যাপশনে নীলের অনুগামীদের তৈরি করা ইনস্টাগ্রাম প্রফাইনে লেখা 'গ্যাং'। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*নীল-তৃণা দু'জনেই হুল্লোড় প্রিয়, এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তাঁদের দু'জনের সোশ্যাল মিডিয়ার চলাচল দেখলেই তা বোঝা যায়। সুতরাং কোথাও ঘুরতে গেলে যদি তাঁদের বন্ধুরা সঙ্গে জান, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। ফলে মনে করা হচ্ছে বিয়ের পরেই বন্ধুদের নিয়ে কাছেপিছে ঘুরতে গিয়েছেন তাঁরা। তবে 'ত্রিনীল'-র হানিমুন কথায় হবে, তা এখনও অজানা। ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
দল বেঁধে 'হইহই' করে নীল-তৃণার হানিমুন! বন্ধুদের নিয়ে কোথায় ঘুরছেন নবদম্পতি? দেখুন ছবি...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল