advertisement
1/5

♦ গতকাল থেকেই শুরু হয়ে গেল রথযাত্রার পর্ব ৷ আজ ছিল অত্যন্ত শুভক্ষণ ৷ গতকাল ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা ৷ পুরীতে জাঁকজমকের সঙ্গে পালন হচ্ছে এই মাহেন্দ্রতিথি ৷
advertisement
2/5
♦ পুরীর জগন্নাথ মন্দিরের সামনে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখতে হাজির হয়েছিলেন টলিউড অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া ৷
advertisement
3/5
♦ সুচন্দ্রা প্রচণ্ড ধর্মপ্রাণা ৷ এই শুভ মুহূর্তকে চাক্ষুস করতে পুরীতে গিয়েছিলেন নায়িকা ৷
advertisement
4/5
♦ তবে এ বার প্রথম নয় ৷ গতবারও রথের সময় পুরীতে হাজির হয়েছিলেন সুচন্দ্রা ৷ গতবার উল্টোরথের দিন পুরীতে প্রবল বর্ষণের ফলে ডুবে গিয়েছিল রথের চাকা ৷ সে সময়ও পুরীতে হাজির ছিলেন অভিনেত্রী ৷ সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি ৷
advertisement
5/5
♦ সুচন্দ্রাকে দেখা গিয়েছে ‘চতুষ্কোণ’ ও ‘কলকাতায় কলম্বাস’-এর মতো ছবিতে ৷ এর পাশাপাশি তিনি অনিন্দ্য বিকশ দত্তের ‘নীলাচলে কিরীটী’ছবিতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ এরই সঙ্গে সামনে মুক্তি পেতে চলেছে তাঁর নিজের প্রোডাকশনের ছবি ‘পূর্ব পশ্চিম দক্ষিণ, উত্তর আসবেই’৷