TRENDING:

Srabanti Chatterjee|| প্রাক্তন স্বামী রাজীবের জন্য দরজা খোলা! স্বীকার করে শ্রাবন্তী জানালেন...

Last Updated:
Srabanti Chatterjee: শ্রাবন্তীর বক্তব্যে উঠে এসেছে প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের (Rajiv Kumar Biswas) কথা।
advertisement
1/8
প্রাক্তন স্বামী রাজীবের জন্য দরজা খোলা! স্বীকার করে শ্রাবন্তী জানালেন...
*বেশ কিছু বিষয় নিয়ে ট্রোলের সম্মুখীন হতে হয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। যদিও সে বিষয়ে কোনও আমল দিতে রাজি নন তিনি। সাফ জানাচ্ছেন নায়িকা, লোকে সব সময়েই কিছু না কিছু বলে যায়, তাতে কান দিলে চলে না! বরং Calcutta Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে এখন তাঁর মন কেবল পরিবারে এবং কেরিয়ারে। ছবিঃ সংগৃহীত। 
advertisement
2/8
*জানা গিয়েছে যে নায়িকার ছেলে অভিমন্যু (Abhimanyu) সম্প্রতি ICSE পাস করেছেন, দারুন নম্বরও পেয়েছেন। স্বাভাবিক ভাবেই মা হিসাবে বিষয়টা নিয়ে শ্রাবন্তীর গর্বের সীমা নেই। ছবিঃ সংগৃহীত। 
advertisement
3/8
*যদিও করোনার জন্য বাইরে কোথাও যাওয়া হয়নি, বাড়িতে থেকেই সেলিব্রেট করেছেন তাঁরা। শ্রাবন্তীর বাবা ও মা এসেছিলেন। তবে শ্রাবন্তী বলছেন যে ছেলেকে পরীক্ষা পাসের গিফ্ট দেওয়া বাকি আছে। ১৪ অগস্ট অভিমন্যুরর জন্মদিন। সে দিন সব মিলিয়ে বড়সড় একটা গিফ্ট দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ছবিঃ সংগৃহীত। 
advertisement
4/8
*ছেলে প্রসঙ্গে শ্রাবন্তী আরও জানিয়েছেন যে অভিমন্যু ছবি পরিচালনাকেই পেশা হিসাবে বেছে নিতে চান। "ও এখন থেকেই একটা স্ক্রিপ্ট লিখছে। ক্লাস ১২-র পর ও ফিল্ম স্টাডি করতে চায়। আমিও ওকে বলেছি ওর প্রথম ছবিতে আমিঅভিনয় করব। আমিও আগামীতে সিনেমা পরিচালনা করতে চাই", জানাচ্ছেন নায়িকা। ছবিঃ সংগৃহীত। 
advertisement
5/8
*ভবিষ্যতের এই পরিকল্পনার মধ্যেও কাজের জগতে ফেরা নিয়ে প্রচন্ড হতাশ শ্রাবন্তী। বলছেন, "পাগল হয়ে যাচ্ছি। শ্যুটিংয়ের পাশাপাশি বিভিন্ন কাজকর্ম, মেক আপ ভ্যান, নতুন নতুন পোশাক পরা, লাঞ্চের সময় গল্প এগুলো খুব মিস করছি। ছোট পর্দা হোক বা OTT, যে কোনও শ্যুটিং করার একটা অন্য অভিজ্ঞতা আছে। আশা করি অক্টোবর থেকে আমি ফের শ্যুটিং শুরু করব। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যেয়ের খেলাঘর সিনেমার শুটিং শুরু হবে। আমার সঙ্গে অভিনয় করবে দেব।" ছবিঃ সংগৃহীত। 
advertisement
6/8
*এত দিন পরে দেবের সঙ্গে জুটি বাঁধছেন নায়িকা, অন্য দিকে ছেলেও বাবার মতো পরিচালনার জগতে কদম রাখতে চাইছে। সব মিলিয়ে শ্রাবন্তীর বক্তব্যে উঠে এসেছে প্রাক্তন স্বামী রাজীব কুমার বিশ্বাসের (Rajiv Kumar Biswas) কথা। ছবিঃ সংগৃহীত। 
advertisement
7/8
*নায়িকা বলছেন খোলাখুলি- রাজীবের সঙ্গে তাঁর কাজ করতে আপত্তি নেই। "স্বামী হিসেবে হয় তো আমার সঙ্গে মতানৈক্য হয়েছে কিন্তু চিত্রপরিচালক হিসেবে রাজীব অত্যন্ত ভাল কাজ করছে। এমনকী, আমাদের বিচ্ছেদ চলাকালীন বিন্দাস ও মজনু সিনেমায় অভিনয় করেছি। ওর সঙ্গে আমি ফের কাজ করতে চাই", অকপট শ্রাবন্তী। ছবিঃ সংগৃহীত। 
advertisement
8/8
*তবে রাজীবের জন্য দরজা খোলা থাকলেও আরেক প্রাক্তন স্বামী রোশন সিং (Roshan Singh) সম্পর্কে কিছু বলতে চাননি শ্রাবন্তী। শোনা গিয়েছে যে রোশন ফের শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে রাজি। "আমি এখন কিছুই চাই না, কাউকে চাই না। শুধু নিজের কাজ করতে চাই", রোশনের প্রসঙ্গ উঠতে এই মন্তব্যই করেছেন নায়িকা। ছবিঃ সংগৃহীত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Srabanti Chatterjee|| প্রাক্তন স্বামী রাজীবের জন্য দরজা খোলা! স্বীকার করে শ্রাবন্তী জানালেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল