TRENDING:

Tollywood|| অপেক্ষার অবসান, মা হলেন জনপ্রিয় টলি অভিনেত্রী, পোস্ট করলেন সদ্যোজাতের প্রথম ছবি

Last Updated:
প্রতীক্ষার অবসান। মা হলেন টলি অভিনেত্রী (Tollywood Actress)।
advertisement
1/6
অপেক্ষার অবসান, মা হলেন জনপ্রিয় টলি অভিনেত্রী, পোস্ট করলেন সদ্যোজাতের প্রথম ছবি
*প্রতীক্ষার অবসান। মা হলেন টলি অভিনেত্রী।  ছ'দিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুখবর পৌঁছয় রবিবার। মা হয়েছেন ছোট পর্দার চেনা মুখ শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/6
*গত বুধবার শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। পরিবারের নতুন অতিথিকে নিয়ে আপাতত বেজায় ব্যস্ত শ্রাবন্তী। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/6
*সন্তানের প্রথম ছবির ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রবিবার। মায়ের হাত ধরে রেখেছে আরও একটি ছোট্ট হাত। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/6
*জীবনের অন্যতম খুশির মুহূর্তে শ্রাবন্তী তুলে ধরেছেন রবিঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার দুটি লাইন– “আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো !” ক্যাপশনে লিখেছেন, “আমার ‘বীরপুরুষ’ ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে।” ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/6
*প্রসঙ্গত, পেশায় স্কুল শিক্ষক রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৭ বছর আগে সাতপাকে বাঁধা পড়েন শ্রাবন্তী (Srabanti Banerjee)। কর্মসূত্রে তিনি বর্ধমানের বাসিন্দা। অন্যদিকে অভিনেত্রীর কর্মস্থল কলকাতা হওয়ায় দু-জনের একান্তে সময় কাটানোর সুযোগ কম। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/6
*তবে ২০২০ ও ২০২১-এ লকডাউনের দৌলতে অনেকটা সময় স্বামীর সঙ্গে কাটানোর সুযোগ পান। তারপরেই গত মে মাসে মা হওয়ার সুখবর দেন টলি অভিনেত্রী। ছবিঃ ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood|| অপেক্ষার অবসান, মা হলেন জনপ্রিয় টলি অভিনেত্রী, পোস্ট করলেন সদ্যোজাতের প্রথম ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল