Nusrat Jahan|| দিন কয়েকের মধ্যেই মা হবেন, তার আগে বড় সিদ্ধান্ত নিলেন নুসরত জাহান
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan Controversy: চলতি সম্ভবত মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান। গুঞ্জন, তার আগে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
advertisement
1/7

*অগাস্ট মাসের ১৮ তারিখ নিখিল-নুসরতের মামলার পরবর্তী শুনানি হবে, এমনই নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। কিন্তু বুধবার ১৮ অগাস্টেও শুনানি হল না। আইনজীবী বদল করলেন নুসরত জাহান। সেই কারণেই পিছিয়ে গেল শুনানির তারিখ। সংগৃহীত ছবি।
advertisement
2/7
*নুসরতের হয়ে এই মামলা লড়ছিলেন সৌমেন রায়চৌধুরী। তাঁকে বদল করেছেন নুসরত। তাঁর হয়ে মামলা এখন থেকে এই মামলা লড়বেন চিন্ময় গুহ ঠাকুরতা। স্থির করা তারিখে মামলা না ওঠায় কোর্টের পক্ষ থেকে শুনানির জন্য সেপ্টেম্বরের ৩ তারিখ ধার্য হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*আইনজীবী সৌমেন বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, 'নুসরত জাহানের মামলাটা আমি ছেড়ে দিয়েছি। উনি চান না আমাকে দিয়ে করাতে, তাই ছেড়ে দিয়েছি। এটা সপূর্ণ পেশাগত একটা সিদ্ধান্ত। এর সঙ্গে কোনও বিরোধ বা অন্য কিছুর যোগ নেই।' সংগৃহীত ছবি।
advertisement
4/7
*নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে, বিচ্ছেদ কিংবা সহবাস যা-ই হোক না কেন, বেশ কিছুদিন তাঁদের ব্যক্তিগত জীবন রয়েছে খবরের শিরোনামে। এইসবের পাশাপাশি মা হতে চলেছেন নুসরত। দিন কয়েকের মধ্যেই সুখবর শোনাবেন সাংসদ-অভিনেত্রী। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*উল্লেখ্য, নিখিল- নুসরতের তাঁদের সম্পর্কে ফাটল ধরে বেশ কয়েক মাস আগে। আইনের পথে হেঁটে আদালতের দ্বারস্থ হন নিখিল । তারপরই বিবৃতি দেন নুসরত। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিখিল ও তাঁর আইনত বিয়ে হয়নি। তাঁরা কেবলই সহবাস করেছেন। তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই আসে না। পাশাপাশি নিখিল ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন নুসরত। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*এই ঘটনার পরে পাল্টা বিবৃতি দেন নিখিলও। তাঁর অভিযোগ, নুসরত বিয়েটার আইনি স্বীকৃতি চাননি । তাঁর অভিযোগ, নুসরত আইন সম্মত বিয়ে করতেই চাননি। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*প্রসঙ্গত তুরস্কে স্বপ্নের বিয়ে করেছিলেন নিখিল-নুসরত, কলকাতায় রিসেপশনও দেন। আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে ঘটা করেই হয় সামাজিক অনুষ্ঠান। তবে প্রায় বছর ঘুরতে চলল তাঁরা আলাদা থাকেন। সংগৃহীত ছবি। (Report: Arunima Dey)