Nusrat Jahan|| যশের সঙ্গে সম্পর্কে শিলমোহর? হবু মা নুসরতের 'নতুন শুরু'র ঘোষণায় ব্যাপক গুঞ্জন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat jahan announces New Beginning: দিন এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের প্রথম দিনে ডেট থাকলেও শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই মা হতে পারেন নুসরত জাহান। তার আগেই নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক গুঞ্জন।
advertisement
1/7

*দিন এগিয়ে এসেছে। সেপ্টেম্বরের প্রথম দিনে ডেট থাকলেও শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই মা হতে পারেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী নুসরত জাহান। তার আগেই নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক গুঞ্জন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
2/7
*ভাল দিনের খোঁজে। রবিবার নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিক এই ক্যাপশনটাই লিখেছেন নুসরত। ‘নিউ রোল’, ‘নিউ বিগিনিং’, ‘বেস্ট ডেজ’-সহ বেশ কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করেছেন। আর তাতেই নানা সমীকরণ তৈরি শুরু করে দিয়েছেন নেটিজেনরা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
3/7
*আর কয়েকদিনের মধ্যেই মা হবেন নুসরত। শুরু হবে জীবনের নতুন এক অধ্যায়। তাই কি এ কথা লিখলেন নায়িকা? নাকি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে শিলমোহর দিতে চলেছেন তিনি? ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
4/7
*সে যাই হোক না কেন, রবিবার ফের পছন্দের মানুষের সঙ্গে সময় কাটালেন তিনি। তারই কিছু মুহূর্তের ছবি শেয়ারও করে নিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
5/7
*কোনও দিন তাঁর আগত সন্তানের বাবার পরিচয় বা তাঁর অন্তঃসত্ত্বা থাকাকালীন দিনগুলির কথা বলেননি নুসরত। কিন্ত রবিবার সেই আনন্দ আর ধরে রাখতে পারলেন না অভিনেত্রী-সাংসদ। সকলের সঙ্গে শেয়ার করে নিলেন মায়ের ভূমিকায় নিজেকে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন তিনি। যা তাঁর পোস্টের ক্যাপশন এবং হ্যাশট্যাগে স্পষ্ট। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
6/7
*এ দিন হালকা আকাশি রঙা কার্টুন প্রিন্টেট আউটফিটে ছিলেন নুসরত। মাতৃত্বাকালীন আভা নুসরতের চোখে-মুখে। কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, টেনে টপ নট করা চুল। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
7/7
*অন্যদিকে ঠিক একই সময়ে তিনটি ছবি পোস্ট করেছেন যশ দাশগুপ্ত। ব্যাকগ্রাউন্ডের দেওয়াল বেশ খানিকটা এক। ফলে সহজেই অনুমেয় হবু মা-কে নিয়ে লাঞ্চ ডেটে বেরিয়েছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।