TRENDING:

ছেলের বিয়েতে দু-হাতে 'ক্যাশ' টাকা ওড়ালেন নীলের বাবা, রাজকীয় আয়োজনে চমকের পর চমক, দেখুন কাণ্ড...

Last Updated:
advertisement
1/6
ছেলের বিয়েতে দু-হাতে 'ক্যাশ' টাকা ওড়ালেন নীলের বাবা, রাজকীয় আয়োজনে চমকের পর চমক, দেখুন...
*রাজকীয় বিয়ের আয়োজন। কনের সাজ থেকে অতিথি আপ্যায়ন। খাওয়াদাওয়া থেকে বরের এন্ট্রি। সবেতেই একের পর এক চমক দেখলেন উপস্থিত আমন্ত্রিতেরা। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/6
*টলিউড জুটির বিয়ের দিনের চমক শুরু হয়েছিল মুখ্যমন্ত্রীর আসার সময় থেকেই। জন্মদিনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে নিমন্ত্রণ পর্ব শুরু করেছিলেন নীল-তৃণা। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিরাশ করেননি। শত ব্যস্ততার মধ্যেও আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন বিয়ে বাড়িতে। ছবিও তোলেন কনের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/6
*নীল যেভাবে বিয়ে করতে এসেছে, তাতেও ছিল অভিনবত্বের ছোঁয়া। বোটে চেপে জলে ভাসতে ভাসতে বিয়ের মণ্ডপে এন্ট্রি নেন তিনি। তাঁর সঙ্গে ছিল বন্ধুরা। সকলে মিলে ব্যান্ডপার্টির তালে নেচেছেন জমিয়ে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/6
*তবে বরের এন্ট্রির সময়ে নীলের বাবার টাকা ওড়ান নজর কাড়ে উপস্থিত সকলের। হ্যাঁ। একদম ঠিক শুনছেন। একমাত্র ছেলে অভিনেতা নীল ভট্টাচার্যের বিয়েতে 'ক্যাশ' উড়িয়েছেন তাঁর বাবা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/6
*শুধু বিয়ের দিন নয়। বিয়ের আগেও একাধিক চমক ছিল জুটির বিয়ের শপিং থেকে ব্যাচেলরেট পার্টির সময়। বাগদান পড়বে আংটি উড়ে এসেছিল ড্রোনে। ফলে বিয়েতে যে একের পর এক চমক থাকবে তা অনুমান করাই যাচ্ছিল। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/6
*নীল-তৃণার বিয়ে সম্পন্ন হলে রিসেপশনের কিছুদিন দেরী রয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে দু'জনের রিসেপশন। সেদিন আবার কী কী চমক থাকবে তার অপেক্ষায় ত্রিনীলের ফ্যানরা। ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ছেলের বিয়েতে দু-হাতে 'ক্যাশ' টাকা ওড়ালেন নীলের বাবা, রাজকীয় আয়োজনে চমকের পর চমক, দেখুন কাণ্ড...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল