সেপ্টেম্বরেই মা হচ্ছেন টেলি-নায়িকা অঙ্কিতা, পোস্ট করলেন বেবি বাম্পের ছবি
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/9

• মা হতে চলেছেন ‘জড়োয়ার-ঝুমকো’-খ্যাত অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল । সে খবর ‘মাদার্স-ডে’-র দিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের জানান অভিনেত্রী । ছবি: ফেসবুক ।
advertisement
2/9
• নিজে হাতে আঁকা ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছিলেন সেই সুখবর! ছবি: ফেসবুক ।
advertisement
3/9
• বলেছিলেন, সেপ্টেম্বর মাসে সন্তান আসতে চলছে তাঁদের সংসারে ৷ সেই কারণেই এই কঠিন সময়ের মধ্যেও আশার আলো খুঁজে পাচ্ছেন তিনি ও তাঁর পরিবার । ছবি: ফেসবুক ।
advertisement
4/9
• বছর দেড়েক আগে সৌমিত্র পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অঙ্কিতা । ছবি: ফেসবুক ।
advertisement
5/9
• এবার বেবি বাম্পের ছবি পোস্ট করলেন তিনি । ছবি: ফেসবুক ।
advertisement
6/9
• এই সময় হবু মায়ের মন ভাল রাখা খুবই জরুরি । অঙ্কিতাও সেই চেষ্টাতেই ব্যস্ত । ছবি: ফেসবুক ।
advertisement
7/9
• উকুলেলে বাজিয়ে, বহুদিন পর ক্যামেরার সামনে পোজ দিয়ে মন ভাল রাখার চেষ্টা করলেন । ছবি: ফেসবুক ।
advertisement
8/9
• তবে অঙ্কিতার পোস্ট দেখে মনে হল, গত কয়েকদিন তাঁর মন হয়তো কোনও কারণে ভাল ছিল না । এই সময় হবু মায়ের মুড স্যুইং হওয়া খুবই সাধারণ একটা লক্ষণ । ছবি: ফেসবুক ।
advertisement
9/9
• হবু মা ও তাঁর সন্তান ভাল থাকুক, পৃথিবীতে নতুন স্বপ্ন-ভালবাসার জন্ম হোক, এটাই সকলের কাম্য । ছবি: ফেসবুক ।