Sourav Das-Madhumita Sarcar|| বর্ষার পাহাড়ে একান্তে সৌরভ-মধুমিতা, ভ্রমণ সংস্থার ফেসবুক পেজে গোপন ছবি ফাঁস
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Sourav Das Madhumita Sarcar in North Bengal Trip: বর্ষাস্নাত পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী মধুমিতা সরকার। শনিবার সকালে একটি ভ্রমণ সংস্থার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ছবি থেকে এমনটাই স্পষ্ট।
advertisement
1/7

*বর্ষাস্নাত পাহাড়ে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী মধুমিতা সরকার। শনিবার সকালে একটি ভ্রমণ সংস্থার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ছবি থেকে এমনটাই স্পষ্ট। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছবিঃ সংগৃহীত।
advertisement
2/7
*এ দিন ফেসবুকে ‘চলো ঘুরে আসি ট্র্যাভেলস’ নামের একটি পেজ থেকে সৌরভ ও মধুমিতার ৭টি ছবি শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যায়, নর্থ বেঙ্গলের কোনও এক হোম স্টে-তে পাশাপাশি হাসি মুখে খেতে বসেছেন দু'জনে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তাঁদের এই ট্র্যাভেল সংস্থার সঙ্গে ঘুরতে আসার জন্য ধন্যবাদ জানানো হয়েছিল। ছবিঃ ফেসবুক পেজ।
advertisement
3/7
*কিন্তু পোস্টটি কিছুক্ষণ পরে ডিলিট করে দেওয়া। নিন্দুকেরা বলছেন, সৌরভ চক্রবর্তীর সঙ্গে এখনও আইনি বিচ্ছেদ হয়নি। অন্যদিকে, অনিন্দিতার সঙ্গেও সৌরভ দাসের সম্পর্ক যে বেশ ঘনিষ্ঠ, তা সকলেই জানেন। দু-জনে সম্প্রতি একটি ফ্ল্যাটও কেনেন। ফলে এখনই মধুমিতার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আনতে চাইছেন না তাঁরা। অনেকে আবার বলছেন, ভাল বন্ধুত্বও হতে পারে। ছবিঃ ফেসবুক পেজ।
advertisement
4/7
*যদিও টলি পাড়ায় কান পাতলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন সৌরভ দাস ও মধুমিতা সরকার। ফলে, এ দিনের ছবি যে তাতে আংশিক হলেও শিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। ছবিঃ সংগৃহীত।
advertisement
5/7
*সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে ভেঙেচুড়ে বদলে ফেলেছেন মধুমিতা। মিষ্টি মেয়ের তকমা ঝেড়ে ফেলে তিনি এখন টলিউডের 'সেক্সবম্ব'। প্রায় প্রতিদিনই আগুন ধরানো ছবিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হন তিনি। ফলে দিনে দিনে বেড়েছে তাঁর ফ্যানের সংখ্যা। ছবিঃ সংগৃহীত।
advertisement
6/7
*এ দিকে, একটি ইংরেজি সংবাদমাধ্যমকে অনিন্দিতা জানিয়েছিলেন, ‘সৌরভ এবং আমি অনেকদিন এক সঙ্গে এক ছাদের নীচে রয়েছি। আমরা সম্প্রতি একটি নতুন বাড়িও কিনেছি। ফলে, এই ধরনের ভিত্তিহীন গুজবকে কান দিতে রাজি নই আমি’। ছবিঃ সংগৃহীত।
advertisement
7/7
*কিন্তু, মুখে যে যাই বলুন না কেন, এই ছবিগুলোই ফের প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে সৌরভ-মধুমিতার সম্পর্ককে। উল্লেখ্য, 'চিনি' ছবিতে সৌরভের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন মধুমিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়। ছবিঃ সংগৃহীত।