TRENDING:

Tollywood|| ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন কতটা দায়িত্বের? কতটাই বা ঝুঁকির? টালিগঞ্জের তারকারা বলছেন ...

Last Updated:
Role of celebrities in brand endorsements: টালিগঞ্জের জনপ্রিয় তারকারা কী বলছেন এই বিষয়ে? আসুন দেখে নেওয়া যাক।
advertisement
1/5
ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন কতটা দায়িত্বের?কতটাই বা ঝুঁকির?টালিগঞ্জের তারকারা বলছেন
*বিজ্ঞাপন জগতের সঙ্গে তারকাদের সম্পর্ক একটু জটিল। তাঁরা নানা ব্র্যান্ডের পরিচিত মুখ হয়ে ওঠেন। এর সঙ্গে যেমন অর্থকরী বিষয়টি জড়িয়ে থাকে ঠিক তেমনই না চাইতেও কিছু দায়িত্ব এবং ঝুঁকির প্রশ্ন এসে যায়। তারকাদের ব্যক্তিগত জীবনেও যদি কিছু বেসামাল আচরণ চোখে পড়ে তার প্রভাব এসে পড়ে ব্র্যান্ডে। একদল বলেন যে কোনও তারকা ব্র্যান্ডের হয়ে প্রচার করেন টাকার জন্য। তিনি তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে থাকেন এই ক্ষেত্রে। আবার অন্য এক দল বলেন যে চোখ বুজে শুধুই টাকার জন্য যে কোনও ব্র্যান্ড বেছে নেওয়া তারকাদের উচিত নয়। কারণ যে প্রোডাক্টের হয়ে তাঁরা কথা বলছেন আদৌ সেটা কতটা নির্ভরযোগ্য সেটা ভেবে দেখা উচিত। টালিগঞ্জের জনপ্রিয় তারকারা কী বলছেন এই বিষয়ে? আসুন দেখে নেওয়া যাক। ফাইল ছবি। 
advertisement
2/5
advertisement
3/5
*ব্র্যান্ডের সুনামের দিকটা ভেবে দেখেন প্রসেনজিতের ঘরণী অর্পিতা চট্টোপাধ্যায়ও (Arpita Chatterjee)। অর্পিতা মনে করেন, তারকাদের কাঁধে দোষ চাপানোর আগে সেই কোম্পানির উচিত নিজেদের প্রোডাক্টের গুণগত মান দেখে নেওয়া। ফাইল ছবি। 
advertisement
4/5
*মোটামুটি একই ধরনের কথা শোনা গেল দেবের (Dev) কাছেও। দেব জানালেন যে কোনও তারকাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয় মার্কেটিং বিভাগ থেকে। তারও অনেক আগে প্রোডাক্ট তৈরি হয়ে থাকে। সেখানে তারকার কোনও হাত থাকে না। তবে কোন জিনিস বিক্রির কথা বলা হচ্ছে সেটা নিয়ে তারকাদের ছুঁৎমার্গ থাকতেই পারে। কেউ যদি স্মোকিং না করে তাহলে সে সিগারেটের বিজ্ঞাপন নাও করতে পারে। কিন্তু যদি করেও তাহলে সেই সিগারেট ভালো না খারাপ সেটা বোঝা তারকাদের পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট জানালেন সাংসদ। ফাইল ছবি। 
advertisement
5/5
*বিজ্ঞাপন জগতের সঙ্গে তারকাদের সম্পর্ক একটু জটিল। তাঁরা নানা ব্র্যান্ডের পরিচিত মুখ হয়ে ওঠেন। এর সঙ্গে যেমন অর্থকরী বিষয়টি জড়িয়ে থাকে ঠিক তেমনই না চাইতেও কিছু দায়িত্ব এবং ঝুঁকির প্রশ্ন এসে যায়। তারকাদের ব্যক্তিগত জীবনেও যদি কিছু বেসামাল আচরণ চোখে পড়ে তার প্রভাব এসে পড়ে ব্র্যান্ডে। একদল বলেন যে কোনও তারকা ব্র্যান্ডের হয়ে প্রচার করেন টাকার জন্য। তিনি তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে থাকেন এই ক্ষেত্রে। আবার অন্য এক দল বলেন যে চোখ বুজে শুধুই টাকার জন্য যে কোনও ব্র্যান্ড বেছে নেওয়া তারকাদের উচিত নয়। কারণ যে প্রোডাক্টের হয়ে তাঁরা কথা বলছেন আদৌ সেটা কতটা নির্ভরযোগ্য সেটা ভেবে দেখা উচিত। টালিগঞ্জের জনপ্রিয় তারকারা কী বলছেন এই বিষয়ে? আসুন দেখে নেওয়া যাক। ফাইল ছবি। 
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood|| ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন কতটা দায়িত্বের? কতটাই বা ঝুঁকির? টালিগঞ্জের তারকারা বলছেন ...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল