ওম-মিমির বিয়েতে চাঁদের হাট! কোন কোন তারকা এলেন গ্র্যান্ড ওয়েডিং-এ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
বিয়ে করলেন অভিনেতা মিমি দত্ত ও ওম সাহানি। বিয়েতে বসেছিল চাঁদের হাট। টলিউড ও টেলিউড দুই ক্ষেত্র থেকেই উপস্থিত ছিলেন বহু তারকারা। জেনে নেওয়া যাক কারা এলেন।
advertisement
1/7

টলিপাড়ায় বিয়ের মরশুম। একের পর এক তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসছেন। বুধবার সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা মিমি দত্ত ও ওম সাহানি। এই টেলি তারকাজুটির বিয়ে নিয়ে বহুদিন আগে থেকেই বিনোদন জগতে উত্তেজনা তৈরি হয়েছিল। অবশেষে গতকাল বিয়ে করলেন তাঁরা। ওম-মিমির বিয়েতে বসেছিল চাঁদের হাট। দেখে নেওয়া যাক কোন কোন তারকা এলেন তাঁদের বিয়েতে।
advertisement
2/7
এদিন ওম ও মিমির বিয়েতে অন্যতম অতিথি ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। নবদম্পতির সঙ্গে ছবিও তুললেন রচনা। শুভেচ্ছাও জানালেন তাঁদের।
advertisement
3/7
বিয়েতে এসেছিল শিশুঅভিনেতা আর্শিয়া মুখোপাধ্যায়। টেলিভিশন দর্শক যাকে ভুতু নামেই চেনেন। পর্দায় ভুতুর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মিমি দত্ত।
advertisement
4/7
মিমি আর ওমের বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানে প্রথম থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী। সঙ্গীত, হলদি, মেহেন্দি সবকটিতেই ছিলেন তিনি। বন্ধুদের বিয়ে নিয়ে খুব উচ্ছসিত ছিলেন তিনি।
advertisement
5/7
ওম-মিমির বিয়েতে উপস্থিত ছিলেন মানালি দে। সবসময়ের মতোই শাড়িতে মিষ্টি লাগছিল তাঁকে। ওমের সঙ্গে এক ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া উপস্থিত ছিলেন গোত্র ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
advertisement
6/7
ওম ও মিমির বন্ধু তথা অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ও সানন্দাও বিয়ের প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বন্ধুদের বিয়েতে তাঁরাও হইহই করেছেন।
advertisement
7/7
এছাড়া এসেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও শ্রুতি গোস্বামী। সব মিলিয়ে একেবারে চাঁদের হাট বসেছিল তাঁদের বিয়েতে।