শরীরে নেই একটিও সুতো, বইয়ের পিছনে লুকোলেন সানি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি বই নিয়ে বসে আসছেন সানি, গায়ে নেই একটা সুতোও
advertisement
1/6

সানি লিওন যে ঠিক কখন কি করে বসবেন তা বলা খুব মুশকিল। ছটফটে মনের মেয়ে সানি। তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যতটা সিরিয়াস ঠিক ততটাই মন থেকে ভালবাসেন তাঁর কাজকে। আর সেই জন্যই নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী থেকে তিনি আজ বলিউডের একজন সফল অভিনেত্রী।
advertisement
2/6
সম্প্রতি লঞ্চ হয়েছে সেলিব্রিটি ফোটোগ্রাফার ডাব্বু রতনানির ২০২০ সালের ক্যালেন্ডার। আর সেই ক্যালেন্ডারের ছবি প্রকাশ্যে আসতেই লোকমুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন সানি।
advertisement
3/6
২০২০-র ক্যালেন্ডারে ফের একবার সাহসী লুকে দেখা যাবে সানিকে। ছবিতে দেখা যাচ্ছে বড় একটি বই নিয়ে বসে আসছেন সানি। এছাড়া গায়ে নেই একটা সুতোও ৷
advertisement
4/6
এর আগেও বেশ কয়েকবার ক্যামেরার সামনে তিনি সাহসের পরিচয় দিয়েছেন। পর্ন ইন্ডাস্ট্রি থেকে বলিউডে এসে জমি শক্ত করেছেন। অনস্ক্রিন সাহসী দৃশ্যে অভিনয়ও করেছেন তিনি।
advertisement
5/6
ডাব্বু রতনানির ক্যালেন্ডার লঞ্চে তিনি উপস্থিট হন নিজের স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে। তিনি এদিন পরে ছিলেন সাদা-প্যান্ট স্যুটে।
advertisement
6/6
নিজের ছবি হাতে এদিন সাংবাদিকদের জন্য পোজ ছিলেন সানি।