বৃদ্ধর কাছে এক যুবতীর ফোন, রং-নম্বরেও জমে ওঠে গল্প! তারপর...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শমীক রায় চৌধুরীর পরিচালনায় তৈরি হয়েছে ছবি বেলাইন৷
advertisement
1/5

বেলাইন ছবিটি দুটো ঘরের গল্প। একজন ষাটর্দ্ধ বৃদ্ধর নিস্তরঙ্গ একা-জীবন কাটে। তিনি টিভি দেখেন, মাঝে মাঝে লুডো খেলেন। এই নিয়েই তাঁর একদিন-প্রতিদিন।
advertisement
2/5
হঠাৎই একদিন একটা ভুল নম্বর থেকে ফোন আসে বৃদ্ধর কাছে। একটি মেয়ে বৃদ্ধর সঙ্গে কথা বলে। বৃদ্ধ বুঝতে পারে 'রং নাম্বার'। কিন্তু ক্রমশ জড়িয়ে পড়ে সেই মেয়ের জীবনের ওঠা-নামার সঙ্গে। টানা তিন দিন চলে সেই 'রং কল'।
advertisement
3/5
বৃদ্ধ ফোনে আড়ি পেতে জানতে পারেন মেয়েটির সঙ্গে তার লিভ-ইন পার্টনারের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। টিভি সিরিয়ালে প্রতিদিন বৃদ্ধ যা দেখে ফোনের ওপারে তাই যেন বাস্তবে সব ঘটছে। বৃদ্ধর নিস্তরঙ্গ জীবনে তরঙ্গ ওঠে।
advertisement
4/5
কিন্তু তিন দিন পর ফোন কলটি কেটে যায়। বেরিয়ে পড়ে রুঢ় বাস্তব। জমতে থাকে রহস্য।
advertisement
5/5
ছবিটি পরিচালনা করেছেন শমীক রায় চৌধুরী। এটি পরিচালকের দ্বিতীয় ছবি। অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া এবং তথাগত। ছবিটি একটি নতুন ওটিটিতে দেখা যাবে। তার আগে বিভিন্ন ফ্যাস্টিভ্যালে ঘুরবে ছবিটি।