Monami Ghosh: 'মৌচাক'-এ ঝড় তুলছেন মনামী! মৌ বউদির লাস্যে কূপোকাত নেটিজেন
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ওয়েব সিরিজে মৌ বউদির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই মৌ বউদি ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরুষ মনে।
advertisement
1/7

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। টেলিভিশন ও বড় পর্দার পরে এবার ওয়েব দুনিয়ায় একেবারে নতুন অবতারে তাঁকে দেখা গিয়েছে। হইচই এর ওয়েব সিরিজ মৌচাক-এ (Mouchak) অভিনয় করেছেন তিনি।
advertisement
2/7
এই ওয়েব সিরিজে মৌ বউদির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সেই মৌ বউদি ইতিমধ্যেই ঝড় তুলেছে পুরুষ মনে।
advertisement
3/7
সাদা লাল পেড়ে শাড়ির আলগা আঁচল ও খোঁপা ও লাল টিপে মজেছে বাংলা ওয়েব দর্শকরা। মনামীর ত্বন্বী চেহারা যেন এই সাজে আরও ফুটে উঠেছে।
advertisement
4/7
advertisement
5/7
তবে অভিনেত্রী এসবে খুব একটা কান দেননি। বরং স্পষ্টই এক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন, তাঁর করা সবচেয়ে সাহসী চরিত্র এটাই।
advertisement
6/7
মনামী এও জানিয়েছিলেন, মৌ একটি নতুন চরিত্র। এর আগে দর্শক তাঁকে এমন চরিত্রে দেখেইনি।
advertisement
7/7
এর আগে বউদি চরিত্র নিয়ে ওয়েব সিরিজ দেখেছে হইচই এর দর্শকরা। দুপুর ঠাকুরপো-তেও এমন লাস্যময়ী বউদি দেখেছে দর্শক। আর এবার তাঁরা মজেছেন মৌ বউদিতে।