TRENDING:

‘শোভনের বাচ্চা স্বস্তিকা !’ সোশ্যাল মিডিয়ায় এমন কথা কেন বললেন গায়ক?

Last Updated:
হঠাৎই প্রেমিকা স্বস্তিকা দত্তকে ‘বাচ্চা’ বলে ডাকলেন বাস্তবের নায়ক শোভন গঙ্গোপাধ্যায় । কিন্তু কেন...
advertisement
1/5
‘শোভনের বাচ্চা স্বস্তিকা !’ সোশ্যাল মিডিয়ায় এমন কথা কেন বললেন গায়ক?
• বাঙালি দর্শকদের প্রতি রাতে টিভির পর্দায় চুম্বকের মতো আটকে রাখতে পারেন তিনি । ‘কী করে বলবো তোমায়’-এর বিপুল জনপ্রিয়তাই প্রমাণ করে দর্শকদের কাছে কতটা জনপ্রিয় কর্ণ সেন আর রাধিকার জুটি । একদিকে কঠিন, দৃঢ় কর্ণ, অন্যদিকে মিষ্টি, হাসিখুশি রাধিকা । দু’জনের প্রেম, ভালবাসা, ঝগড়া, অভিমানের সমস্ত দৃশ্যই যেন হাঁ করে গেলেন দর্শকরা । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
2/5
• তবে রাধিকা এ বার কর্ণ নয়, প্রেমে পড়েছেন অন্য একজনের । এতদিনে সে কথা অনেকেই জেনে ফেলেছেন। প্রেমে পড়েছেন রিল লাইফের রাধিকা নয়, রিয়েল লাইফের স্বস্তিকা দত্ত । সোশ্যাল মিডিয়াই জানান দিচ্ছে, নতুন সম্পর্কের ভাললাগায় ডুব দিয়েছেন তিনি। ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
3/5
• তিনি আর কেউ নন । জনপ্রিয় গায়ক শোভন গঙ্গোপাধ্যায় । শোভন টিভির পর্দায় যথেষ্ট পরিচিত মুখ । অনেকেই তাঁকে চেনেন । এর আগে গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে বহু বছরের প্রেমের সম্পর্ক ছিল শোভনের । সেই সম্পর্ক এখন অতীত । ইমন এখন নীলাঞ্জন ঘোষের সঙ্গে সংসার পেতেছেন । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
4/5
• সম্প্রতি গায়ক দুর্নিবার আর মিনাক্ষীর বিয়েতে গিয়ে একে অপরকে ‘হ্যাঁ’ বলেছিলেন শোভন-স্বস্তিকা । সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় । এ বার প্রেমিকাকে অভিনন্দন জানানোর পালা শোভনের । ছবি-ইনস্টাগ্রাম ।
advertisement
5/5
• তার কারণ সম্প্রতি ‘জি বাংলা পরিবার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়েছে । সেখানে সেরা জুটির পুরষ্কার জিতে নিয়েছে পর্দার রাধিকা-কর্ণ । তাই পর্দার নায়িকাকে অভিনন্দন জানালেন বাস্তবের নায়ক । সোশ্যাল মিডিয়ায় ভালবেসে লিখলেন, ‘‘অভিনন্দন বাচ্চা’’ । ছবি-ইনস্টাগ্রাম ।
বাংলা খবর/ছবি/বিনোদন/
‘শোভনের বাচ্চা স্বস্তিকা !’ সোশ্যাল মিডিয়ায় এমন কথা কেন বললেন গায়ক?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল