Mom to be Shreya Ghosal: পঞ্চব্যঞ্জনে সাজানো থালা, এক্কেবারে অভিনব এক সাধ খেলেন ‘মম টু বি’ শ্রেয়া ঘোষাল, মুহূর্তে ভাইরাল ছবি...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
এক্কেবারে অভিনব এক সাধ খেলেন ‘মম টু বি’ শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal), দেখুন শ্রেয়ার সাধের (Baby Shower) অ্যালবাম...
advertisement
1/10

*গত মাসের শুরুতেই সুখবর এসেছিল। বেবি বাম্পের ছবি শেয়ার করে বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। তারপর থেকেই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘শ্রেয়াদিত্য’র জন্য। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
2/10
*৫ ফেব্রুয়ারি ছিল শ্রেয়ার বিবাহবার্ষিকী ৷ তারপর মার্চের শুরুতেই খুশির খবর দেন তিনি ৷ বিয়ের ৬ বছর পর এ বার সন্তান আসতে চলেছে শ্রেয়া ও শিলাদিত্যর সংসারে ৷ ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
3/10
*পরিবারে নতুন অতিথি আসা আগে সাধ খাওয়ানোর রীতি প্রছলিত। তবে করোনা আবহে বাড়ির বাইরে বেরোনো বা বাইরের কারও বাড়িতে আসাটা বেশ বিপজ্জনক। তাই এক অভিনব উপায়ে শ্রেয়াকে সাধ খাওয়ালেন বন্ধুরা। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
4/10
*রবিবার 'ভার্চুয়ালি' সাধ খেয়েছেন শ্রেয়া। যা এক্কেবারে অভিনব বললে ভুল বলা হচ্ছে না। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
5/10
*এ দিন বেশ কয়েকজন বন্ধু মিলে শ্রেয়াকে সাধ খাইয়েছেন অনলাইনে। তবে অনুষ্ঠান অনলাইনে হলেও, বন্ধুরা একেক জন একেক পদ রান্না করে এবং হাতে বানানো কিছু না কিছু উপহার-সহ পাঠিয়েছিলেন শ্রেয়া-শিলাদিত্যর কাছে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
6/10
*পাঁচ রকম ভাজা, বাসন্তী পোলাও, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি আয়োজনের কোনও খামতি ছিল না। সেই সব খাবার খেয়েছেন শ্রেয়া সকলের সামনে। অর্থাৎ, শ্রেয়া যখন খেয়ে বসেছিলেন, তখন সবাইকে এক ফ্রেমে বেঁধে দিয়েছিলেন স্বামী শিলাদিত্য। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
7/10
*সকলের সঙ্গে আড্ডা দিতে দিতেই ঘরোয়া অনলাইন সাধের অনুষ্ঠান শেষ হয়। শুধু খাওয়া-দাওয়া নয়। সুরের রানি শ্রেয়া যে অনুষ্ঠানের মধ্যমনি, সেখানে গান হবে না, তা কি করে হয়? তাই খাওয়ার পাশাপাশি হয়েছে, মজার একাধিক খেলা আর গানও। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
8/10
*এ দিন শ্রেয়া তাঁর বন্ধুদের আয়জন করা অভিনব সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ৪০ লক্ষ মানুষ দেখেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
9/10
*শ্রেয়াকে শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগী ও সতীর্থরা। কমেন্ট করেছেন শান্তনু মৈত্র, শঙ্কর মহাদেবন, বিশাল দদলানি, শেখর রভজিয়ানি, পাপন, শক্তি মোহন-সহ আর অনেকে। ছবিঃ ইনস্টাগ্রাম।
advertisement
10/10
*ছোটবেলার বন্ধু শিলাদিত্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রেয়া ঘোষাল। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন গায়িকা। ছবিঃ ইনস্টাগ্রাম।