নুসরতের বিয়ে হচ্ছে তুরস্কের এই হোটেলে, সেই ভেন্যু ঠিক কতটা সুন্দর ? দেখে নিন ছবি
Last Updated:
advertisement
1/12

♦ আগামী ১৯ জুন বুধবার টলিউড নায়িকা তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান বিয়ে করতে চলেছেন তাঁর বন্ধু তথা বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ৷ ইতিমধ্যেই তুরস্কে পৌঁছে গিয়েছেন যুগল ৷ পৌঁছে গিয়েছেন নুসরত ও নিখিলের বাড়ির আত্মীয়-স্বজন এবং খুব কাছের বন্ধুরা ৷ ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
2/12
♦ প্রথমে গুঞ্জন উঠেছিল ইস্তানবুলই পছন্দের ওয়েডিং ডেস্টিনেশন নুসরতের। বিয়ের কার্ড ছাপা হতে দেখা যায়, ইস্তানবুল নয় বরং গ্রিক স্থাপত্যে জড়ানো তুরস্কের বন্দর শহর বোদরুমকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর জন্য বেছে নিয়েছেন নুসরত-নিখিল। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
3/12
♦ আর সেখানে আজ থেকেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রাক-বিবাহ অনুষ্ঠান ৷ এ বার দেখে নেওয়া যাক ঠিক কোথায় বসছে নুসরতের বিয়ের আসর? যে সেই ওয়েডিং ডেস্টিনেশনের টানে উড়ে গেলেন তিনি ৷ ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
4/12
♦ বিয়ের আসর বসছে বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ায়’৷ যে বিলাসবহুল হোটেলের রয়েছে প্রাইভেট বিচও ৷ ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
5/12
♦ প্রায় এক লক্ষ বর্গফুট এলাকা নিয়ে গড়ে এই ল্যান্ডে একই সঙ্গে প্রাচীন স্থাপত্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছ’টিরও বেশি স্যুট, ১৪১টি গেস্ট রুম। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
6/12
♦ প্রতিটি স্যুট ডিজাইন করা হয়েছে স্বতন্ত্র ভাবে ল্যান্ডের প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে। তা ছাড়া, স্পা, জিম, হেলথ সেন্টার, তিনটি প্রাইভেট বিচ-সহ বিনোদনের সব উপকরণই মজুত এখানে। হেলিকপ্টার ল্যান্ডের জন্য হেলিপ্যাড তো রয়েছেই, পর্যটকদের সমুদ্র-ভ্রমণের জন্য রয়েছে স্পিড বোটের ব্যবস্থাও। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
7/12
♦ বোদরুম থেকে গাড়ি বা হেলিকপ্টারে চেপে এই ল্যান্ডে পৌঁছনো যায়। সুন্দর কারুকার্য, চোখ ধাঁধাঁনো আসবাবপত্র, সব মিলিয়ে এই সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া। বিয়ের আগে থেকেই একগুচ্ছ অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে নুসরত-নিখিলের। ১৭ জুন এই ল্যান্ডেই হতে পারে ইয়ট পার্টি। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
8/12
♦ ১৮ জুন মেহেন্দি ও সঙ্গীত। অতিথিদের ঘরগুলিতে সাজানো থাকবে ফুল দিয়ে তৈরি ‘এনজে’ লোগো। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
9/12
♦ ভূমধ্যসাগরীয় এগিয়ান সাগর ঘেরা কাপলাঙ্কায়া-এ নীল জলরাশি আর আকাশ যেন একই সরলরেখায় মিশেছে। প্রায় এক লক্ষ বর্গফুট এলাকা নিয়ে গড়ে এই ল্যান্ডে একই সঙ্গে প্রাচীন স্থাপত্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটেছে। গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছ’টিরও বেশি স্যুট, ১৪১টি গেস্ট রুম। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
10/12
♦ প্রতিটি স্যুট ডিজাইন করা হয়েছে স্বতন্ত্র ভাবে ল্যান্ডের প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে। তা ছাড়া, স্পা, জিম, হেলথ সেন্টার, তিনটি প্রাইভেট বিচ-সহ বিনোদনের সব উপকরণই মজুত এখানে। হেলিকপ্টার ল্যান্ডের জন্য হেলিপ্যাড তো রয়েছেই, পর্যটকদের সমুদ্র-ভ্রমণের জন্য রয়েছে স্পিড বোটের ব্যবস্থাও। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
11/12
♦ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের কালেকশনে সাজবেন নুসরত-নিখিল। পোশাকের থিম কখনও ভারী, জমকালো লেহঙ্গা, আবার কখনও ইন্দো-ওয়েস্টার্ন টাচ। বিয়ের দিন সকালে গায়ে হলুদের অনুষ্ঠানও রয়েছে। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷
advertisement
12/12
♦ অতিথিদের ঘরগুলিতে সাজানো থাকবে ফুল দিয়ে তৈরি ‘এনজে’ লোগো। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া-এ রাজকীয় বিয়ে সারতে খরচ যে একটু বেশিই পড়বে সেটা বলাই বাহুল্য। ছবি: সিক্স সেন্সেস কাপলাঙ্কায়ার ওয়েবসাইট থেকে নেওয়া ৷