‘রানি রাসমণি’ সিরিয়াল ছেড়ে হঠাৎ উধাও বড় মেয়ে পদ্মমণি, কোথায় গেলেন তিনি
Last Updated:
advertisement
1/9

• ‘করুণাময়ী রানি রাসমণি’ ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল ৷ তা নিয়ে কোনও সন্দেহই নেই ৷ ৭০০-র বেশি পর্ব অতিক্রম করেও সেই সিরিয়াল মানুষের মন জয় করে রেখেছে ৷
advertisement
2/9
• ঠিক সন্ধে সাড়ে ৬টায় বাঙালির ড্রয়িংরুমে এন্ট্রি নেন রাসমণি আর তাঁর সংসার ৷ ব্রিটিশ যুগের কলকাতার এক টুকরো চিত্র ৷ শুরুটা হয়েছিল রানির ছোটবেলা দিয়ে ৷ পরে তাঁর বিয়ে, সংসার, জানবাজারের জমিদারবাড়ির অন্দরমহল সবটাই পর্দায় ফুটে উঠেছে এই ডেইলি সোপের হাত ধরে ৷ এখন রাসমণীর মেয়ে, জামাই, নাতিদের নিয়েই এগিয়ে চলছে গল্প ৷
advertisement
3/9
• রানির বড় মেয়ে পদ্মমণি ৷ পদ্মর ভূমিকায় অভিনয় করছেন দিয়া চক্রবর্তী ৷ হাওড়ার মন্দিরতলার মেয়ে দিয়া ৷
advertisement
4/9
• এখন অবশ্য কাজের সূত্রে একাই থাকেন কলকাতায় ৷ সিরিয়ালে দিয়া জমিদারবাড়ির ‘ঝগডুটে’ বড় মেয়ে হলেও বাস্তব জীবনে তিনি একেবারে তেমন নন ৷ কুল আর ট্রেন্ডি দিয়া বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করেন ৷
advertisement
5/9
• শোনা যায়, দিয়ার জীবনে নাকি একজন স্পেশ্যাল বন্ধুও আছেন ৷ তিনিও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত ৷ তাঁর নাম যুবরাজ চৌধুরি ৷ ‘টেক্কা রাজা বাদশা’য় টেক্কার ভূমিকায় অভিনয় করেছেন যুবরাজ ৷
advertisement
6/9
• শোনা যায়, দিয়ার জীবনে নাকি একজন স্পেশ্যাল বন্ধুও আছেন ৷ তিনিও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত ৷ তাঁর নাম যুবরাজ চৌধুরি ৷ ‘টেক্কা রাজা বাদশা’য় টেক্কার ভূমিকায় অভিনয় করেছেন যুবরাজ ৷ তবে নিজেদের সম্পর্কের কথা মোটেই স্বীকার করেন না যুগলে ৷
advertisement
7/9
• পুজোর ছুটিতে অবশ্য কাজ, প্রেম সব ভুলে দিয়ে বেড়িয়ে পড়েছেন ঘুরতে ৷
advertisement
8/9
• গিয়েছেন উত্তর সিকিমে ৷ এমনিতেই বেড়াতে খুবই ভালবাসেন তিনি ৷ তাই সুযোগ পেয়ে মিস করেননি ৷
advertisement
9/9
• গুরুদংমার লেক, লেচেন, লাচুং চষে ফেলছেন দিয়া ৷