খুন আর রহস্যে ভরা নতুন গল্পে এ বার রজতাভ-রূপসা, কার ‘নিধন’ হবে?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
এই গল্পে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায়কে। ছবিতে নায়িকার চরিত্রের নাম রাধা। যাঁর একটি পা নেই।
advertisement
1/5

• রহস্য-রোমাঞ্চ, পড়তে পড়তে ঘটনার ঘনঘটা, এমনই একটা গল্প সেলুলয়েডের পর্দায় নিয়ে আসছেন পরিচালক সঞ্জয় দাস। পরিচালক তাঁর দ্বিতীয় ছবির উপাদান হিসেবে বেছে নিয়েছেন থ্রিলরকে। ছবির নাম "নিধন"।
advertisement
2/5
• এই গল্পে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায়কে। ছবিতে নায়িকার চরিত্রের নাম রাধা। যাঁর একটি পা নেই। রাধা দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে তাঁর এক পা। ছবিতে রুপসা মুখোপাধ্যায় এর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মিত দাস।
advertisement
3/5
• এ ছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, সোমা চক্রবর্তী, ভরত কল প্রমুখ। পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্তকে। ছবির প্রতিটি ছন্দে রয়েছে সাসপেন্স ও রহস্য।
advertisement
4/5
• পরিচালক সঞ্জয় দাস বললেন 'দর্শককে একটি ভিন্ন ঘরানার গল্প উপহার দেওয়ার চেষ্টা করেছি। একটি খুনকে ঘিরে এই গল্প। কিন্ত গল্প যত এগোতে থাকবে তত রহস্য বাড়তে থাকবে। কিন্ত অবশেষে রাধার জীবনের পরিনতি কি? এই সবকিছু নিয়ে ছবি "নিধন"।'
advertisement
5/5
• ছবিটি মুক্তি পাবে এই বছরের শেষে। ছবির শ্যুটিং চলছে পশ্চিম মেদিনীপুরে।