TRENDING:

Raj Chakraborty| Subhashree Ganguly|| সমুদ্র সৈকতে ছোট্ট ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, দেখুন পুরী অ্যালবাম...

Last Updated:
Yuvaan's first Birthday| Raj Chakraborty| Subhashree Ganguly| Puri: প্রথম বছর জন্মদিনের (First Birthday) ঠিক আগে জগন্নাথ দেবের (Jagannath Temple) আশীর্বাদ নিতে বাবা-মায়ের (Raj Chakraborty ও Subhashree Ganguly) সঙ্গে পুরী (Puri) উড়ে গেল ছোট্ট ইউভান (Yuvaan)।
advertisement
1/8
সমুদ্র সৈকতে ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, পুরী অ্যালবাম...
*প্রথম বছর জন্মদিনের (First Birthday) ঠিক আগে জগন্নাথ দেবের (Jagannath Temple) আশীর্বাদ নিতে বাবা-মায়ের (Raj Chakraborty ও Subhashree Ganguly) সঙ্গে পুরী (Puri) উড়ে গেল ছোট্ট ইউভান (Yuvaan)। মঙ্গলবার দুপুরের বিমানে পুরী পৌঁছে গিয়েছেন তাঁরা। সেখানে ঘুরে পুজো দিয়ে ফিরবেন শহরে (Kolkata)। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
2/8
*ইউভান আক্ষরিক অর্থেই স্টারকিডের (Star kid) তকমা পেয়েছে জন্মের প্রথম দিন থেকেই। তার ফ্যান পেজের (Yuvaan Chakraborty) ফলোয়ার লক্ষাধিক। ফলে প্রথম বছরের জন্মদিনে যে একেবারে ধামাকাদার কিছু হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
3/8
*তবে জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়াও একইভাবে গুরুত্বপূর্ণ পরিবারের কাছে। ফলে জন্মদিনের সপ্তাহেই পুরী উড়ে গিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ইউভানের প্রথম জন্মদিন ১২ সেপ্টেম্বর। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Gangopadhyay) কোল আলো করে আসে ইউভান (Yuvaan) চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
4/8
*একই সঙ্গে উল্লেখযোগ্য, এটাই ইউভানের প্রথম বাইরে বেড়াতে যাওয়া। জন্মের পর থেকে বাবা-মা বা পরিবারের অন্যান্যদের সঙ্গে এ দিক-ওদিকে বেড়াতে গেলেও পাহাড় বা সমুদ্র দেখেনি সে। চড়েনি বিমানেও। ফলে ছেলে নিয়ে ঘুরতে যাওয়ার আলাদা এক্সাইটমেন্টও ছিল রাজ -শুভশ্রীর মধ্যে। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
5/8
*মঙ্গলবার এয়ারপোর্ট লুকে বাবা-মায়ের সঙ্গে নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় সে। ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপিতে একেবারে ‘কুল ডুড’ খুদে। শুভশ্রী এবং রাজ দু'জনেই সাদা পোশাকে। এ দিন ইউভানকে কোলে নেওয়া শুভশ্রীর ছবি এবং বুমেরাং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা মন কেরেছে নেটিজেনদের। ছবি: ইনস্টাগ্রাম। *মঙ্গলবার এয়ারপোর্ট লুকে বাবা-মায়ের সঙ্গে নেতাজি সুভাসচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় সে। ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপিতে একেবারে ‘কুল ডুড’ খুদে। শুভশ্রী এবং রাজ দু'জনেই সাদা পোশাকে। এ দিন ইউভানকে কোলে নেওয়া শুভশ্রীর ছবি এবং বুমেরাং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা মন কেরেছে নেটিজেনদের। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
6/8
*এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। লাউঞ্জে অপেক্ষা করছেন ফ্লাইটের। আর বিমানে ওঠার আগে ভোলেননি সেলফি তুলে নিতে। এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় টুইনিং করে সাদা পোশাক পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
7/8
*এ দিকে, আজ সকাল হতেই সমুদ্র সৈকতে ছেলেকে নিয়ে পৌঁছে যান টলিউড দম্পতি। সেখানে সমদ্র দেখে আনন্দে আত্মহারা ছোট্ট রাজকুমার। মা শুভশ্রীর হাত ধরে প্রায় নিজেই হেঁটে  চলেছে বালির মধ্যে। পুরীর সমুদ্র সৈকতের সেই  আদুরে ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন রাজ। মুহূর্তেই রা ভাইরাল হয়ে যায়। ছবি: ইনস্টাগ্রাম। 
advertisement
8/8
*মা-ছেলের ছবি শেয়ার করে রাজ ক্যাপশনে লেখেন, "Holding onto his mother's hand, following her footsteps, #Yuvaan is out to experience the world!"   ছবি: ইনস্টাগ্রাম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Raj Chakraborty| Subhashree Ganguly|| সমুদ্র সৈকতে ছোট্ট ইউভান, ছেলের মজার কীর্তি নিয়ে হাজির রাজ-শুভশ্রী, দেখুন পুরী অ্যালবাম...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল