Prosenjit Chatterjee Birthday: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ, রাত থেকেই ভালোবাসা আর শুভেচ্ছায় 'বুম্বা দা'...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Prosenjit Chatterjee Birthday: নয় নয় করে আজ ৫৯ বছরে পা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড ইন্ডাস্ট্রির 'জেষ্ঠ্যপুত্র' তিনি...
advertisement
1/8

আজ ৩০শে সেপ্টেম্বর, টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ। এই সময়ের বাংলা চলচ্চিত্র জগতের সর্বাধিক জনপ্রিয় মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টলিপাড়ার প্রিয় 'বুম্বাদার' জন্মদিন। তাই রাত থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ভোরে গিয়েছে ভালোবাসা ও শুভেচ্ছায়। সতীর্থ থেকে টলিপাড়ার ছোট থেকে বড় সকলেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
advertisement
2/8
আশির দশকে পরিচালক বিমল রায়ের দুটি পাতা সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তাঁর অভিনয় জীবনের পথ চলা শুরু করেছিলেন বিশ্বজিৎ পুত্র। তারপর প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা সিনেমা জগতে রাজত্ব করে চলেছেন। তাঁকে কখনও বলা হয়েছে ইন্ডাস্ট্রি, আবার কখনও তাঁর তুলনা হয়েছে মহানায়কের সাথে।
advertisement
3/8
বড়পর্দায় তাঁর মত একটানা সাফল্যে ঝুলি ভরেছে এমন নায়ক নেহাতই হাতে গোনা। জনপ্রিয়তা সময়ের সাথে সাথে সীমাহীনভাবে বেড়েই চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। বাংলা মূলধারার বাণিজ্যিক ছবির মহাতারকা থেকে সমান্তরাল-শৈল্পিক চলচ্চিত্রের অভিনেতা - সব ভূমিকায়ই তিনি জয়ী হয়েছেন নিঃশর্তে।
advertisement
4/8
আজ বাংলার এই জনপ্রিয় মহাতারকার জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন বার্তা তাঁর প্রতি ইন্ডাস্ট্রির অমলিন ভালোবাসারই প্রতিফলন। প্রযোজক মহেন্দ্র সোনি একটি সাদা কালো ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন। এককথায় বুঝিয়ে দিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই 'ইন্ডাস্ট্রি'।
advertisement
5/8
শুভেচ্ছা জানিয়েছেন অরিন্দম শীল। লিখেছেন, " হ্যাপ্পি বার্থডে বুম্বা দা, নতুন নতুন অসাধারণ সব চরিত্রে বার বার দেখতে চাই।"
advertisement
6/8
শুভেচ্ছা জানিয়েছেন অর্জুন চক্রবর্তী, হিরণ শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলেই।
advertisement
7/8
শুভেচ্ছা জানিয়েছেন গায়ক শান। বার্তায় লিখেছেন, এক 'শানদার' জন্মদিনের শুভেচ্ছা।
advertisement
8/8
প্রায় ৩০ বছর ধরে তিনি ৩০০-এর ওপর সিনেমা করেন প্রসেনজিৎ।নয় নয় করে আজ ৫৯ বছরে পা দিলেন প্রসেনজিৎ। নট আউট নায়ক টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন লম্বা ইনিংস। আরও নতুন ভূমিকায় নতুন চমক নিয়ে তাঁকে দেখতে চায় অনুরাগীরা। বাংলা ইন্ডাস্ট্রির স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা নিউজ ১৮ বাংলার।