Nusrat Jahan | Yash Dasgupta: নুসরতের কোলে সন্তান আসার ঠিক আগেই 'নতুন যাত্রা' শুরু করলেন যশ
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan | Yash Dasgupta: বুধবার রাতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। আর ঠিক তার আগেই নতুন যাত্রা শুরুর কথা বললেন যশ দাশগুপ্ত।
advertisement
1/7

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই অভিনেত্রী নুসরত জাহানের কোলে আসতে চলেছে সন্তান। বুধবার রাতেই হাসপাতালে ভর্তি হচ্ছেন তিনি। আর ঠিক তার আগেই নতুন যাত্রা শুরুর কথা বললেন যশ দাশগুপ্ত। নিজের ইনস্টাগ্রামে সেই পোস্টও করলেন তিনি।
advertisement
2/7
তবে এসবের মধ্যেই আবার একসঙ্গে গর্ভবতী নুসরতের সঙ্গে হাঁটতেও দেখা গিয়েছে দুজনকে। এখন শুধু সন্তান হওয়ার অপেক্ষা।
advertisement
3/7
না। নুসরতের সন্তান সম্পর্কে কিছু লেখেননি তিনি। নতুন যাত্রা বলতে তিনি নতুন ছবির কথা বলেছেন। আজ বুধবার যশের আগামী ছবি চিনে বাদাম-এর মহরত হল।
advertisement
4/7
শিলাদিত্য মৌলিক পরিচালিত সেই ছবিতে রয়েছেন এনা সাহাও। সেই ছবি সম্পর্কেই যশ লিখেছেন, নতুন যাত্রা শুরু। চিনেবাদাম এর মহরত। আপনাদের আশীর্বাদ চাই।
advertisement
5/7
প্রসঙ্গত, গোটা টলিউড ও নুসরত জাহানের ভক্তরা অপেক্ষা করে রয়েছেন, কখন নুসরতের সন্তান জন্ম নেবে। সেই সময়ে হাসপাতালে যে যশ থাকবেন তা বলাই বাহুল্য।
advertisement
6/7
কারণ বিগত কয়েকদিনে এক সঙ্গে অনেকটাই সময় কাটিয়েছেন নুসরত ও যশ। যশের সঙ্গে একসঙ্গে ছবি না দিলেও নেটিজেন সেই টের পেয়েছে। যশের পোষ্য কুকুরকে নিয়ে সময় কাটাতে দেখা গিয়েছে নুসরতকে।
advertisement
7/7
আবার কিছুদিন আগেই কফিডেটে গিয়েছিলেন নুসরত। সেখানেও সঙ্গে যশ ছিলেন সেই হদিশও মিলেছে। একই রেস্তোঁরা থেকে দুজনে একই সময়ে ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলেন।